এখতিয়ার বহির্ভূত ৭৫ আদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট

বিচারিক এখতিয়ার বহির্ভূত ৭৫টি মামলার আদেশ প্রত্যাহার (রিকল) করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমী এই তথ্য জানান।
তিনি জানান, জামিন সংক্রান্ত এসব মামলার শুনানির এখতিয়ার পাওয়ার পর মামলাগুলো পরবর্তীতে আদালতের কার্যতালিকায় আবার আসবে। তারপর মামলাগুলোর পুনরায় শুনানি হবে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আইনজীবীরা জানান, সপ্তাহের দুইদিন (বুধ ও বৃহস্পতিবার) হাইকোর্টের ওই বেঞ্চের বিচারিক ক্ষমতা হচ্ছে ২০১৬ থেকে ২০১৯ সালের পুরোনো মামলা নিষ্পত্তি করা। তবে বুধবার (২০ এপ্রিল) আদালত পুরোনো মামলা নিষ্পত্তি করার পর ফৌজদারি মোশন ক্ষমতা প্রয়োগ করে জামিন বিষয়ক এই ৭৫টি আদেশ দেন। পরে আদালতের নজরে আসে যে, বুধবার বিচারিক এখতিয়ার বহির্ভূত ৭৫টি আদেশ দিয়েছেন আদালত। এ কারণে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে ওই ৭৫টি মামলা বৃহস্পতিবারের কার্যতালিকায় এনে বুধবারের আদেশ প্রত্যাহার করে।
আদালত থেকে বের হওয়ার পর কে এম মাসুদ রুমী বলেন, হাইকোর্টের এ বেঞ্চে ২০১৬ থেকে ২০১৯ সালের পুরোনো মামলা রুল নিষ্পত্তি করার এখতিয়ার ছিল। কিন্তু এখতিয়ারের বাইরে এ ৭৫টি মামলা অতিরিক্ত শুনানি করে আদালত। মামলাগুলোর মধ্যে কয়েকটি জামিন, কিছু মামলা রিজেক্ট ও কিছু মামলা নট টুডে আদেশ দেন আদালত।
আইনজীবী বলেন, এ বিষয়ে রেজিস্ট্রার শাখায় নোটিশ গেছে। প্রধান বিচারপতি কথা বলেছেন। সেজন্য আদালত আজ অতিরিক্ত ওই ৭৫টি মামলা প্রত্যাহার করেছেন। পরবর্তীসময়ে যেদিন এখতিয়ার সম্পন্ন হবে, সেদিন ওই মামলাগুলোর শুনানি হবে। মামলাগুলো ইনজেনারেল, এখানে বিশেষ কোনো ব্যক্তি বা বিশেষ কোনো মামলার বিষয় নেই।
এমএ/এমএমএ/
