ইভ্যালির অবসায়ন: মামলায় পক্ষভূক্ত হলেন শামীমা নাসরিন

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির অবসায়ন চাওয়া রিট মামলায় পক্ষভূক্ত হয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সদ্য কারামুক্ত শামীমা নাসরিন। এই মামলায় পক্ষভুক্ত হতে তার করা আবেদন গ্রহণ করেছেন আদালত।
মঙ্গলবার (১৯ এপ্রিল) আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদেশে হাইকোর্ট বলেছেন, এখন থেকে এই রিট মামলায় শামীমা নাসরিন ১৫ নম্বর বিবাদী হিসেবে গণ্য হবেন।
শামীমা নাসরিনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী শামীম মেহেদী। আর রিটের পক্ষে ছিলেন সৈয়দ মাহসিব হোসাইন। আদালত থেকে বের হওয়ার পর সৈয়দ মাহসিব হোসাইন বলেন, শামীমা নাসরিন আবেদনে উল্লেখ করেন কোম্পানিতে যে ৫০ শতাংশ শেয়ার ছিল তার মধ্যে ২০ শতাংশ শেয়ার এরই মধ্যে তিনি তার মা ও বোনের স্বামীর নামে হস্তান্তর করেছেন। যখন এই মামলা করা হয় তখন এই মামলার বিবাদী হিসেবে তিনি ছিলেন না। তিনি আজকের আবেদনে বলেছেন, তাকে যেন এই মামলা বিবাদী হিসেবে গণ্য করা হয়। তার আবেদনের শুনানি নিয়ে আদালত এই মর্মে আদেশ দেন এখন থেকে শামীমা নাসরিন এই মামলায় ১৫ নম্বর বিবাদী হিসেবে গণ্য হবেন।
তা ছাড়া ইভ্যালির সাবেক ম্যানেজিং ডিরেক্টর মো. রাসেল আরেকটি আবেদন দায়ের করে বলেন, তার যত শেয়ার আছে তার মধ্যে ২ লাখ শেয়ার শ্বশুর বরাবর হস্তান্তর করতে চান। কিন্তু হস্তান্তর প্রক্রিয়াটা সম্পন্ন করতে কোম্পানি আইনের প্রভিশন হচ্ছে, ব্যক্তিকে সশরীরে উপস্থিত থেকে স্বাক্ষর, ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। কিন্তু মো. রাসেল এখন কারাগারে আছেন। সেহেতু তার পক্ষে সশরীরে আসা সম্ভব নয়। এই আবেদনের বিষয়ে আদালত কোনো আদেশ দেননি।
উল্লেখ্য, গত বছরের ১৮ অক্টোবর ইভ্যালি পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে পাঁচ সদস্যের বোর্ড গঠন করে দেয় হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ বোর্ড গঠন করেন।
এমএ/এমএমএ/
