প্রতিমন্ত্রীপুত্রের মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
পরিকল্পনা প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে করা এক মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রতিমন্ত্রীর নাতনির জিম্মা বিষয়ক এই মামলা নিষ্পত্তি করতে নিম্ন (বিচারিক) আদালতকে এই নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পাঁচ বছরের এই কন্যাশিশুকে নিজের জিম্মায় চেয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে শিশুটির মায়ের করা আবেদন খারিজ করেন আদালত।
আজ সোমবার (৪ এপ্রিল) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদেশে এই সময় পর্যন্ত প্রতিমন্ত্রীর নাতনিকে ৩ দিন মায়ের কাছে ও ৪ দিন বাবার কাছে রাখার হাইকোর্টের রায় বহাল রাখা হয়েছে।
আদালতে এদিন শিশুটির মায়ের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. আহসানুল করিম, আর বাবার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ‘মায়ের করা আবেদনটি আজ আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন। ফলে শিশুটি তিন দিন মায়ের কাছে আর চার দিন বাবার কাছে থাকবে–হাইকোর্টের এ আদেশ বহাল থাকল। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে বিচারিক আদালতকে মামলাটি নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।’
সংবাদমাধ্যমকে আহসানুল করিম বলেন, ‘আমাদের আবেদনটি আজ আদালত ডিসমিস করে দিয়েছেন। এর ফলে হাইকোর্টের আদেশ বহাল থাকল। হাইকোর্ট যেহেতু ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছিল তার মধ্যে বেশ কয়েক মাস পার হয়ে গেছে। বাকি আর আড়াই মাসের মধ্যে বিচারিক আদালতকে মামলাটি নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।’
পাঁচ বছরের কন্যাসন্তানকে দেশের বাইরে না নিতে বাবা পরিকল্পনা প্রতিমন্ত্রীর ছেলের উপর নিষেধাজ্ঞা এবং মায়ের জিম্মায় চেয়ে গত বছরের ২০ অক্টোবর হাইকোর্টে আবেদন করেন শিশুটির মা। ওই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। পরে রুলের শুনানি শেষে হাইকোর্ট রায় দেন। রায়ে হাইকোর্ট বাবার কাছে চার দিন এবং মায়ের কাছে তিন দিন থাকবে–এমন রায় দেন।
হাইকোর্টের এ রায়ের বিরদ্ধে আপিল বিভাগে আবেদন করেন শিশুটির মা। মায়ের সেই আবেদন আজ খারিজ করে আপিল বিভাগ এ আদেশ দেন।
এমএ/এসএ/