সুপ্রিম কোর্টের বিজয়-৭১ ভবনে নতুন ৩২ এজলাস
বিজয়-৭১ ভবন
১২ তলা ‘বিজয়-৭১ ভবন' উদ্বোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের অবকাঠামোগত সক্ষমতা ৬৪ শতাংশ বেড়েছে। এই ভবনে রয়েছে ৩২টি এজলাস। বৃহস্পতিবার (৩১ মার্চ) ভবনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন হাইকোর্টের ৫০টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। এই ৫০টি বেঞ্চের বিচারপতিরা ৫০টি এজলাসে বসে হাইকোর্টের বিচারকার্য পরিচালনা করবেন। এই ৫০টি এজলাসের সঙ্গে নতুন ৩২টি এজলাসকে মিলিয়ে ভাবলে সহজেই অনুমান করা যায়, সুপ্রিম কোর্টের অবকাঠামোগত সক্ষমতা বেড়েছে ৬৪ শতাংশ।
চার বছর আগে ২০১৮ সালের ৪ মার্চ একনেকে ‘বিজয়-৭১ ভবন' নির্মাণের জন্য অনুমোদন দেওয়া হয়। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ১৫৮ দশমিক ০৫১৯ কোটি টাকা। এই ভবনে আছে ৩২টি এজলাস বা বিচারকক্ষ। বিচারপতিদের জন্য রয়েছে ৫৬টি চেম্বার।
এ ছাড়া বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার ও ব্যক্তিগত কর্মকর্তাদের জন্য রয়েছে ৫৬টি অফিস। থাকছে একটি করে ডে কেয়ার সেন্টার, নামাজের স্থান ও গভীর নলকূপ। ভবনে রয়েছে ৪টি লিফট। ১৬০০ কেভিএ সাব-স্টেশন ও ৫০০ কেভিএ জেনারেটর। ভবনের গ্রাউন্ড ফ্লোরে ৪টি বিআরটিসি দোতলা বাস পার্কিংয়ের ব্যবস্থা ও ২ স্টোর কক্ষ রয়েছে।
আইন মন্ত্রণালয়ের উদ্যোগে করা এ ভবন উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন ও স্বাগত বক্তব্য দেন আইন সচিব মো. গোলাম সারওয়ার।
এমএ/আরএ/