‘বিজয় ৭১ ভবন' উদ্বোধন: আনন্দিত প্রধানমন্ত্রী
স্বাধীনতার মাস মার্চের শেষ দিনে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নবনির্মিত ১২তলা ‘বিজয়-৭১ ভবন’র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'মার্চ মাসে ভবনটি উদ্বোধন করতে পেরে আমি ভীষণ আনন্দিত।'
গণভবন থেকে ভার্চ্যুয়ালি সুপ্রিম কোর্টের স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় পচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা প্রসঙ্গে তিনি বলেন, তখন বিচার চাওয়ার অধিকার ছিল না আমাদের। কারণ ইমডেমনিটি অধ্যাদেশ জারি করে এই বিচারের পথ বন্ধ করে রাখা হয়েছিল। পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার করায় সুপ্রিম কোর্টের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ(এ এম) আমিন উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন আইনসচিব মো.গোলাম সারওয়ার।
এমএ/এসআইএইচ