সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ভোটগ্রহণ শুরু আজ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হচ্ছে আজ (মঙ্গলবার)। সমিতির ২০২২-২৩ সময়ের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ ও আগামীকাল পরপর দুইদিন অনুষ্ঠিত হবে নির্বাচনের ভোটগ্রহণ। প্রতিদিন সকাল ১০টা থেকে ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।
এবারও নির্বাচনে সরকার সমর্থক আওয়ামী লীগপন্থী আইনজীবীরা সাদা ও বিএনপিপন্থী আইনজীবীরা নীল প্যানেলে লড়ছে। নির্বাচনে ১৪টি পদের বিপরীতে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে উভয় প্যানেল।
নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা হলেন- সভাপতি পদে সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, সহ-সভাপতি পদে মো. শহীদুল ইসলাম ও মোহাম্মদ হোসেন এবং সম্পাদক পদে মো. আবদুন নুর (দুলাল), কোষাধ্যক্ষ পদে মো. ইকবাল করিম, সহ-সম্পাদক পদে এ বি এম হামিদুল মিসবাহ ও মো. হারুন অর রশিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সদস্য পদে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন- ফাতেমা বেগম, হাসান তারিক, মো. মনিরুজ্জামান রানা, মুনমুন নাহার, শফিক রায়হান শাওন, শাহাদাত হোসাইন (রাজিব) ও সুব্রত কুমার কুন্ডু।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) সভাপতি পদে প্রার্থী হয়েছেন মো. বদরুদ্দোজা (বাদল)। এই প্যানেলে সহ-সভাপতি পদে মনির হোসেন ও মো. আসরারুল হক, সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুস (বর্তমান সম্পাদক) প্রার্থী হয়েছেন। এ ছাড়াও কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ কামাল হোসেন, সহ-সম্পাদক পদে মাহফুজ বিন ইউসুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সাতটি সদস্য পদে রয়েছেন- ফাতিমা আক্তার, কামরুল ইসলাম, মাহদীন চৌধুরী, মো. আনোয়ারুল ইসলাম, মো. গোলাম আক্তার জাকির, মো. মঞ্জুরুল আলম (সুজন) ও মো. মোস্তফা কামাল বাচ্চু।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে দুজন, সহ-সভাপতি ও সহ-সম্পাদক পদে জামায়াতপন্থী আইনজীবীদের ২ জনসহ মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবারের নির্বাচনে মোট ৮ হাজার ৬২৩ জন আইনজীবী ভোটার রয়েছেন।
ভোট গ্রহণের জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ৫১টি বুথ স্থাপন করা হয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন উপ-কমিটি নির্বাচন পরিচালনা করছে।
নির্বাচনে সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি ও কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদ নিয়ে মোট ১৪টি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই দুই প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জ্যেষ্ঠ আইনজীবী তানিয়া আমীর ও ইউনুছ আলী আকন্দ। এ ছাড়াও দুটি পদে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী। প্রার্থীরা হলেন, সহ-সভাপতি পদে মঈন উদ্দিন ফারুকী ও সহ-সম্পাদক পদে আব্দুল করিম। অপর একজন সহ-সম্পাদক প্রার্থী হলেন ফরহাদ উদ্দিন ভূঁইয়া।
এবারই প্রথম কার্যকরী কমিটির সাতটি সদস্য পদের ভোট ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট বার সম্পাদক মো. রুহুল কুদ্দুস।
এমএ/এসএ/