বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

আমেরিকার লস অ্যাঞ্জেলসে এবার আগুনের টর্নেডো

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল ক্রমেই অবনতি ঘটাচ্ছে। এখন পর্যন্ত এই দাবানলে ২৫ জন প্রাণ হারিয়েছেন এবং ৬০ লাখের বেশি মানুষ জীবন হুমকির মধ্যে পড়েছেন। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে দাবানলের তীব্রতা এবং টর্নেডোর ঝুঁকি পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তুলেছে।

৭ জানুয়ারি শুরু হওয়া দাবানলটি মূলত প্যালেসেইডস এবং ইটন অঞ্চলে ভয়াবহ আকার ধারণ করেছে। ইতোমধ্যে ১৪৫ বর্গকিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেছে, যা নিউ ইয়র্কের ম্যানহাটানের আড়াই গুণ বড়। এতে অন্তত ১২ হাজার অবকাঠামো ধ্বংস এবং ৫৭ হাজারের বেশি অবকাঠামো ঝুঁকির মুখে রয়েছে।

দাবানল ছড়িয়ে পড়ার পেছনে বড় ভূমিকা রাখছে সান্তা অ্যানা নামের শক্তিশালী ঝোড়ো বাতাস। সম্প্রতি বাতাসের গতি কমলেও তা আবার বেড়ে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাতাসের তীব্রতা এবং শুষ্ক পরিবেশ মিলে একটি বিশেষ বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে, যা নতুন দাবানলের জন্ম দিতে পারে।

ইউসিএলএর একটি বিশ্লেষণে বলা হয়েছে, দাবানলের ভয়াবহতা বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব। গ্রিনহাউস গ্যাস দূষণ একে আরো তীব্র এবং জটিল করে তুলছে।

আবহাওয়াবিদরা বলছেন, দাবানল থেকে নিজস্ব আবহাওয়া সৃষ্টির ফলে টর্নেডোর ঝুঁকি তৈরি হয়েছে, যা অত্যন্ত বিরল এবং বিপজ্জনক। বিশেষজ্ঞ টড হল সতর্ক করেছেন, এই চরম আবহাওয়ায় শক্তিশালী টর্নেডো সৃষ্টি হতে পারে।

স্থানীয় ও আন্তর্জাতিক সহায়তায় দাবানল নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রচেষ্টা জোরদার করা হয়েছে। তবে পরিস্থিতি এখনো গুরুতর এবং জীবন ও সম্পদ রক্ষায় কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

দাবানলের প্রভাবে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। এ সংকটের দীর্ঘমেয়াদি প্রভাব কাটিয়ে উঠতে স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

Header Ad
Header Ad

১৭ বছর পর কারামুক্ত হলেন লুৎফুজ্জামান বাবর

১৭ বছর পর কারামুক্ত হলেন লুৎফুজ্জামান বাবর। ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৭ বছরের কারাবাসের পর সব মামলায় খালাস পেয়ে কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১টা ৪৮ মিনিটে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

২০০৭ সালের ২৮ মে গ্রেপ্তার হওয়ার পর বাবরের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড। তবে মঙ্গলবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের একটি বেঞ্চ এই মামলায় তাকে খালাস দেয়। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ তার বিরুদ্ধে থাকা সব মামলার আপিল শুনানি শেষে খালাসের রায় ঘোষণা করে।


বাবরের মুক্তির খবরে সকাল থেকেই বিএনপির নেতাকর্মী এবং তার নিজ এলাকা নেত্রকোণা থেকে আসা লোকজন কারাগারের সামনে ভিড় করেন। তার মুক্তি বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করে।

লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোণা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

বাবরের মুক্তি তার রাজনৈতিক ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার এ মুক্তি বিএনপি এবং জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা, তা সময়ই বলবে।

Header Ad
Header Ad

দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু

ছবি: সংগৃহীত

হিউম্যান মেটানিউমো ভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত সানজিদা আক্তার (৩০) মারা গেছেন।

গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

স্বাস্থ্য অধিদফতরের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, এইচএমপিভি সংক্রমণ ছাড়াও তার বেশ কিছু শারীরিক জটিলতা ছিল।

এইচএমপিভি শনাক্ত হওয়া কারো মৃত্যুর ঘটনা দেশে এটিই প্রথম।

Header Ad
Header Ad

জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না বিএনপি

ছবি: ঢাকাপ্রকাশ

বিএনপি ঘোষণা করেছে যে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকে আয়োজিত সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না। বৈঠকটি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বৈঠকের মূল এজেন্ডা হলো জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।

বৃহস্পতিবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। একইদিন বিকেলে দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ফরেন সার্ভিস একাডেমিতে গিয়ে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে তাদের অবস্থান জানাবেন।

জুলাই ঘোষণাপত্রের বিষয়ে মতামত নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আয়োজন করেছেন। উপদেষ্টা মাহফুজ আলম মঙ্গলবার এক ব্রিফিংয়ে জানিয়েছেন, এই ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু কী হবে, কবে তা জারি করা হবে এবং সরকারের ভূমিকা কীভাবে নির্ধারিত হবে, তা এই বৈঠকে সিদ্ধান্ত হবে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম বৈঠকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের মতে, এই বৈঠকে অংশগ্রহণের মাধ্যমে কোনো কার্যকর রাজনৈতিক সমাধান আসবে না।

এই সিদ্ধান্ত বিএনপির চলমান কৌশল ও সরকারের প্রতি তাদের অবস্থানের প্রতিফলন। রাজনৈতিক অঙ্গনে এর প্রভাব কীভাবে দেখা দেবে, তা সময়ই বলে দেবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

১৭ বছর পর কারামুক্ত হলেন লুৎফুজ্জামান বাবর
দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু
জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না বিএনপি
কুবি ছাত্র সংসদ নির্বাচনের জন্য শিক্ষার্থীদের স্মারকলিপি
দিল্লির অনুরোধে পাকিস্তান সফর পিছিয়ে দিলেন সুবিয়ান্তো
আমেরিকার লস অ্যাঞ্জেলসে এবার আগুনের টর্নেডো
৪০ শতাংশ ভোট না পড়লে পুনরায় নির্বাচনের প্রস্তাব
র‌্যাগিংয়ের দায়ে বহিষ্কৃত ১৬ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহার
যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩০
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র: প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক আজ
‘আদিবাসী’ স্বীকৃতির দাবিকারীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি বৈষম্যবিরোধীদের
পাঁচ মামলায় গ্রেফতার সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভী
অস্ত্র মামলায় রিমান্ডে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান, দুর্নীতির মামলায় স্ত্রীর কারাগারে
যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না: পররাষ্ট্র উপদেষ্টা
জামায়াত আমিরের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়ায় মদের বোতল ঝুলিয়ে দিলো বিএসএফ
নিলামে উঠছে আওয়ামী লীগ আমলের ৩০ এমপির বিলাসবহুল গাড়ি
ছয় কমিশনের মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত: রিজওয়ানা হাসান
ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন
সংস্কারের আগে ডাকসুর নির্বাচন নয়: ঢাবি ছাত্রদল