কানাডার অনেকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে তাঁদের দেশকে দেখতে চান: ট্রাম্প
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, প্রতিবেশী দেশ কানাডার অনেক বাসিন্দা তাঁদের দেশকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে দেখতে চান। গতকাল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণার পর ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, কানাডার অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটির অনেক নাগরিক যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হওয়ার পক্ষে। এতে তাদের বাণিজ্য শুল্ক কমবে, করের হারও হ্রাস পাবে। এ ছাড়া রাশিয়া ও চীনের সম্ভাব্য হুমকি থেকেও কানাডা সুরক্ষিত থাকবে।
তিনি আরও উল্লেখ করেন, "কানাডা যদি যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যায়, তবে উভয় দেশ মিলে একটি মহান জাতি গঠন করবে। যুক্তরাষ্ট্র আর কানাডার মধ্যে যে বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে, সেটাও সমাধান হবে।"
এদিকে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাঁর দল লিবারেল পার্টির প্রধানের পদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
ট্রুডোর জনপ্রিয়তা সম্প্রতি অর্থনৈতিক টানাপোড়েন ও রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যাপকভাবে হ্রাস পায়। ট্রাম্পের মন্তব্যকে অনেকেই মজার ছলে দেওয়া বক্তব্য হিসেবে দেখলেও কানাডার রাজনৈতিক অঙ্গনে এটি আলোচনার জন্ম দিয়েছে।