মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫ | ২৩ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ইসরায়েলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা বাইডেন প্রশাসনের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের কাছে ৮০০ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনার বিষয়টি কংগ্রেসকে জানিয়েছে। এ পরিকল্পনায় ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ, এবং অন্যান্য সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে। এ চালান পাঠানোর জন্য হাউস ও সেনেট কমিটির অনুমোদন প্রয়োজন হবে।

এই ঘোষণার মাধ্যমে প্রেসিডেন্ট জো বাইডেন তার মেয়াদের শেষ দুই সপ্তাহে ইসরায়েলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন। গাজায় ইসরায়েলি অভিযানে বিপুল সংখ্যক বেসামরিক মানুষের মৃত্যুর পরও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তা প্রদানের আহ্বান প্রত্যাখ্যান করেছে।

এ চালানে থাকবে আকাশ থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, হেলফায়ার ক্ষেপণাস্ত্র, আর্টিলারি গোলা, এবং বোমা। এর মাধ্যমে ইসরায়েলকে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সাহায্য করা হবে।

যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ। ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে ইসরায়েল তার আমদানিকৃত অস্ত্রের ৬৯ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করেছে। প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের নিরাপত্তাকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার আইনের আলোকে সমর্থন দিয়ে থাকেন।

২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগে বাইডেন প্রশাসনের এটাই হতে পারে ইসরায়েলের প্রতি সর্বশেষ বড় ধরনের সামরিক সহায়তা। ট্রাম্প নিজেকে ইসরায়েলের সমর্থক হিসেবে উপস্থাপন করলেও সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা কমানোর বিষয়টি তার এজেন্ডার অংশ।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। ওই ঘটনায় ১,২০০ মানুষ নিহত এবং ২৫১ জন বন্দি হয়। গাজায় ইসরায়েলি অভিযানে ৪৫,৫৮০ জন প্রাণ হারিয়েছেন বলে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এই অস্ত্র বিক্রি ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদার করবে বলে ধারণা করা হচ্ছে, তবে আন্তর্জাতিক পর্যায়ে এটি সমালোচনার মুখে পড়তে পারে।

Header Ad
Header Ad

টিউলিপ ওপর আস্থা রাখছেন চান ব্রিটিশ প্রধানমন্ত্রী

টিউলিপ সিদ্দিক ও প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ব্রিটিশ। ছবিঃ সংগৃহীত

শেখ হাসিনার বোনের মেয়ে যুক্তরাজ্যের অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পাশে দাঁড়ালেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। বাংলাদেশে আর্থিক দুর্নীতির এক মামলার তদন্ত এবং লন্ডনে ফ্ল্যাট উপহার পাওয়ারকাণ্ডে টিউলিপের ওপর আস্থা রাখতে চান ব্রিটিশ এই প্রধানমন্ত্রী। স্থানীয় সময় সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

লন্ডনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন, ‘অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের ওপর আস্থা রয়েছে।’

টিউলিপের ফ্ল্যাট ব্যবহার করা নিয়ে গণমাধ্যমের প্রতিবেদনের পর টিউলিপ সিদ্দিকের বিষয়টি পরিষ্কার করা উচিত কি না? জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘টিউলিপ সিদ্দিক নিজেকে স্বতন্ত্র উপদেষ্টা হিসেবে উল্লেখ করে একেবারে সঠিকভাবে কাজ করেছেন, যেমনটি তিনি বর্তমানে করছেন। আমি তার প্রতি আস্থা পেয়েছি এবং এটিই সেই প্রক্রিয়া যা এখন ঘটবে।’

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) যে ব্যাপক তদন্ত শুরু করেছে তারই আওতায় পড়েছেন টিউলিপ।

সম্প্রতি যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে লন্ডনের কিং’স ক্রস এলাকায় একটি ফ্ল্যাট টিউলিপ সিদ্দিককে আবদুল মোতালিফ নামের এক ডেভেলপার উপহার দিয়েছিলেন বলে জানানো হয়। মোতালিফ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

জানা যায়, বাংলাদেশি মুদ্রায় ফ্ল্যাটটির মূল্য ২০০১ সালে ছিল বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার টাকা। বর্তমানে ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন টিউলিপ। সেখান থেকে বাৎসরিক ৯০ হাজার পাউন্ড (১ কোটি ৩৫ লাখ ৬৮ হাজার টাকা) পাচ্ছেন তিনি। টিউলিপ যখন ফ্ল্যাটটি পেয়েছিলেন তখন তিনি লন্ডনের কিংস কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করেছিলেন এবং তার কোনও উপার্জন ছিল না। ফ্ল্যাট কেলেঙ্কারির এই ঘটনায় যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের ওপর পদত্যাগের চাপ জোরাল হয়েছে।

এছাড়া, লন্ডনের কোনও নির্বাচনী হলফনামায় ফ্ল্যাটটির বিষয়ে উল্লেখ করেননি টিউলিপ। হলফ নামায় তিনি যুক্তরাজ্যের হাইগেট এবং হ্যাম্পস্টেড এলাকার ফ্ল্যাটের ব্যাপারে উল্লেখ করেছেন।

Header Ad
Header Ad

হানিমুনে মালদ্বীপ যাচ্ছে তাহসান ও রোজা  

তাহসান-রোজা দম্পতি। ছবিঃ সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খানের নতুন বিয়ের খবর নিয়ে। শুভকামনার বন্যার সঙ্গে চলছে নানা কৌতূহল। সবচেয়ে বেশি প্রশ্ন, হানিমুনে কোথায় যাচ্ছেন তাহসান-রোজা দম্পতি।

তাহসান-ভক্তদের জন্য এক্সক্লুসিভ খবর হলো, আজ সকালে হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন তাহসান ও রোজা। সকাল ৮টা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের উড়োজাহাজে তাঁরা রওনা হন মালদ্বীপের উদ্দেশে। তিন-চার দিন সূর্যময় দ্বীপরাজ্যেই কাটবে তাঁদের মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো।

এই সময়ের জনপ্রিয় গায়ক তাহসান শুধু বিয়ে নিয়েই ব্যস্ত নন, সমানতালে সামলাচ্ছেন নিজের সৃজনশীল কাজও। বিয়ের দুদিনের মাথায় নতুন গান নিয়ে হাজির হয়েছেন। ‘একা ঘর আমার’ শিরোনামের গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন নিজেই। তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সিঁথি সাহা। গানটি প্রকাশ করেছে অনুপম রেকর্ডিং মিডিয়া।

গত সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় এই গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহসান। হলুদ পাঞ্জাবিতে সজ্জিত তাহসানের ডান হাতের তালুতে দেখা গেল মেহেদির ‘আর’ অক্ষর, তাঁর স্ত্রী রোজার নামের প্রথম অক্ষর।

গানের বিষয়ে তাহসান বলেন, ‘গানটা স্যাড ব্যালাড জনরার। প্রেমের এমন এক অনুভূতির কথা তুলে ধরেছি, যেখানে ভালোবাসা আর কষ্ট মিশে আছে। ভালোবাসার মানুষ থেকে কষ্ট পাওয়ার পরও তাকে ভালোবাসতে থাকা, এমন অভিজ্ঞতা হয়তো অনেকের হয়েছে। সেই অনুভূতি থেকেই গানটা লেখা।’

বিয়ে, নতুন গান এবং এখন হানিমুন, সব মিলিয়ে তাহসানের জীবন যেন এক রঙিন অধ্যায়। তাঁর ভক্তরা অপেক্ষায় আছেন আরও নতুন গল্প, নতুন গানের। তবে আপাতত মালদ্বীপেই তাহসান-রোজার সুখের মুহূর্তের জন্য রইল অসংখ্য ভক্তের শুভকামনা।

তাহসানের বিয়ে নিয়ে আলোচনা এখনো তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এ উন্মাদনার প্রমাণ পাওয়া যাচ্ছে। রোজা আহমেদের সঙ্গে তাঁর বিয়ের ছবি শেয়ার করে শুভকামনা জানাচ্ছেন অনেকে। একই সঙ্গে কৌতূহলও আছে, বিয়ে তো হলো, হানিমুনে কোথায় যাচ্ছেন তাহসান-রোজা? যদিও তাঁরা ব্যক্তিগত বিষয় নিয়ে অত বিস্তারিত কিছু জানাচ্ছেন না। তবে আজকের পত্রিকার পাঠকদের জন্য এক্সক্লুসিভ খবর, আজই হানিমুনের উদ্দেশ্যে যাচ্ছেন তাহসান-রোজা। একটি সূত্র থেকে জানা গেছে, আজ সকাল ৮টা ৪৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের ফ্লাইটে মালদ্বীপে যাচ্ছেন তাঁরা। সেখানেই কাটবে তাঁদের মধুচন্দ্রিমার অধ্যায়।

কাজ আর ব্যক্তিজীবন, দুটোকেই সমানতালে সামলে চলেছেন তাহসান। বিয়ের দুই দিনের মাথায় নিয়ে এলেন নতুন গান ‘একা ঘর আমার’। তাহসানের লেখা, সুরও তাঁর। কণ্ঠে তাঁর সঙ্গে রয়েছেন সিঁথি সাহা। অনুপম রেকর্ডিং মিডিয়ার ব্যানারে গানটি প্রকাশ পেল গতকাল। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয় প্রকাশনা অনুষ্ঠানের।

সেখানে হলুদ পাঞ্জাবিতে হাজির হন তাহসান। ডান হাতের তালুতে জ্বলজ্বল করছে মেহেদিতে লেখা ‘আর’ অক্ষর। এটা বলে দেওয়ার প্রয়োজন নেই যে, এই ‘আর’ তাঁর স্ত্রী রোজার নামের আদ্যক্ষর। অনুষ্ঠানে নতুন গান নিয়ে তাহসান বলেন, ‘গানটা স্যাড ব্যালাড জনরার। আমি তো গত ২০-২২ বছর ধরে স্যাড ব্যালাড গানের জন্যই আপনাদের ভালোবাসা পেয়েছি বেশি। অনেক জনরার গানই করেছি। কিন্তু স্যাড ব্যালাড আমার স্বকীয় ধারাই বলা যায়। প্রেমের কোন অংশটা নিয়ে গান লেখা হয়নি, সে রকম একটা অংশ খুঁজে বের করার চেষ্টা করেছি এ গানে। যখন একটা মানুষ আরেকটা মানুষের প্রেমে পড়ে যায়, তখন অনেক প্রত্যাশা থাকে। প্রত্যাশা পূরণ না হলে কষ্ট আসে। কিন্তু এমনও তো হয়, আপনি যাকে ভালোবাসেন, তার দেওয়া কষ্টটা আপনি পুষে রাখছেন। কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন, কিন্তু সেই ভালোবাসা থেকে মুখ ফেরাতে পারছেন না। একটা মানুষকে ভালোও বাসি, একই সঙ্গে ঘৃণাও করি, এ রকম একটা অনুভূতি থেকে গানটা লেখা।’

Header Ad
Header Ad

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৫ জন নিহত  

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রে তীব্র শীতকালীন তুষারঝড় আঘাত হানার পর সাতটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির ৩০টিরও বেশি রাজ্যের ছয় কোটির বেশি লোক শীতকালীন ঝড়ের কবলে পড়েছেন। ওয়াশিংটনের কোথাও কোথাও ১৬ ইঞ্চি বরফ জমেছে। প্রতি ঘণ্টায় এই রাজ্যে এক ইঞ্চি করে বরফ জমছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে।

মেরিল্যান্ড, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, কানসাস, মিসৌরি, কেন্টাকি এবং আরকানসাস অঙ্গরাজ্যে তুষারঝড়ের কারণে জরুরি অবস্থা বহাল আছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে বাতিল করা হয়েছে দুই হাজারের বেশি ফ্লাইট। এ ছাড়া অন্তত ছয় হাজার ৫০০ ফ্লাইট তীব্র আবহাওয়ার কারণে ব্যাহত হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তুষারঝড়ের কারণে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছেন। গত রোববার দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা বিভাগ সমভূমি থেকে মধ্য আটলান্টিক পর্যন্ত রাজ্যগুলোতে বরফ, তুষারপাত এবং ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করেছিল।

সতর্কবার্তায় বলা হয়, দেশটির পূর্বাঞ্চলে ১০ কোটিরও বেশি মানুষ তুষারঝড়ের মুখোমুখি হবে এবং কিছু এলাকায় এক দশকের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত হতে পারে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে রাস্তার দশা বিপজ্জনক অবস্থায়। মিসৌরিতে গত রোববার অন্তত ৩৬৫ জন দুর্ঘটনার কবলে পড়েছেন। এতে কয়েক ডজন আহত হয়েছে এবং অন্তত একজন নিহত হয়েছে।

এ ছাড়া কানসাসে এই তুষারঝড়ের কারণে গাড়ি দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। হিউসটনে ঠান্ডা আবহাওয়া একটি বাসস্টান্ডের সামনে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

ভার্জিনিয়া অঙ্গরাজ্যে সোমবার মধ্যরাত এবং সকাল পর্যন্ত অন্তত ৩০০ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। কর্তৃপক্ষ বাসিন্দাদের গাড়ি না চালাতে সতর্ক করেছেন। স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, অন্তত একজন গাড়ি চালক নিহত হয়েছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

টিউলিপ ওপর আস্থা রাখছেন চান ব্রিটিশ প্রধানমন্ত্রী
হানিমুনে মালদ্বীপ যাচ্ছে তাহসান ও রোজা  
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৫ জন নিহত  
ঘুম থেকে উঠে দেখি, রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি  
শীতের মধ্যে দুই বিভাগে বৃষ্টির আভাস
বিডিআরে বিদ্রোহ হয়নি, ‘ওটা সেনা হত্যার ষড়যন্ত্র’: তদন্ত কমিশনের প্রধান
বাংলাদেশে ভূ-কম্পন অনুভূত  
পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
আন্দোলনে নিহত ছাত্রদল নেতার সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান
তামিমের ব্যাটে জয়ে ফিরলো ফরচুন বরিশাল
লন্ডন যাত্রায় খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন যারা
মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতি দিল এনবিআর
কলকাতায় বিমানবন্দরে আটকা পড়েছেন ২২০ বাংলাদেশি
৩১ ডিসেম্বরের মধ্যে পুরোপুরি চালু হবে ই-পাসপোর্ট
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১০ এপ্রিল
চট্টগ্রামে কোতোয়ালি থানার সাবেক ওসিকে মারধর, পুলিশে সোপর্দ
বিদেশে বাংলাদেশ নিয়ে প্রচার বাড়াতে প্রধান উপদেষ্টার তাগিদ
বিদেশে পালানোর সময় চট্টগ্রামের শিল্পপতি গ্রেপ্তার
এবার সুখবর দিলেন মিথিলা
মাওবাদী হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত