যুক্তরাষ্ট্রের আরকানসাসে টর্নেডোতে নিহত ২

যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডোতে অন্তত দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৪ জন।
স্থানীয় সময় শুক্রবার (৩১ মার্চ) রাতে টর্নেডোটি আরকানসাসে আঘাত হানে। খবর বিবিসির।
আরকানসাসের গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স তার রাজ্যে অন্তত দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লিটল রক থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে উইন শহরে মৃত্যুগুলো ঘটেছে।
গভর্নর জানিয়েছেন, টর্নেডোতে আরকানসাসের মধ্যবর্তী অঞ্চলে ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়েছে। রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন তিনি। সেই সঙ্গে তিনি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য ন্যাশনাল গার্ড বাহিনীকেও মাঠে নামার নির্দেশ দিয়েছেন।
সারাহ হাকাবি স্যান্ডার্স এক টুইটে বলেছেন, ‘যেহেতু ঝড়-বাদলা চলছেই তাই আরকানসাসবাসীকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’
বর্তমানে আরকানসাসে কয়েক হাজার মানুষ বিদ্যুৎহীন। আহত ২৪ জনকে রাজ্যটির বিভিন্ন শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন আহতদের সংখ্যা আরও বাড়তে পারে।
আবহাওয়ার কারণে শিকাগো ও'হারে আন্তর্জাতিক বিমানবন্দরে এবং বাইরে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এদিকে শক্তিশালী এ টর্নেডোতে মিসৌরিতেও জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া অফিস বলছে, উত্তর-পূর্ব আরকানসাস, দক্ষিণ মিসৌরি, পশ্চিম কেনটাকি এবং টেনেসি সবচেয়ে খারাপ আবহাওয়া দেখতে পাবে— যার মধ্যে টর্নেডো, বড় শিলাবৃষ্টি এবং তীব্র গতির বাতাস রয়েছে।
আরএ/
