বুলগেরিয়ায় বাসে আগুন লেগে ৪৬ জনের মৃত্যু
পশ্চিম বুলগেরিয়ায় চলন্ত বাসে আচমকা আগুন লেগে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় মধ্যরাতে বসনেক গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুলগেরিয়ার বার্তা সংস্থা বিটিএ এ তথ্য জানিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বয়কো রাশকভ সংবাদমাধ্যমে জানান, নিহতদের মরদেহ সম্পূর্ণ পুড়ে গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা নিকোলাই নিকলোভ জানান, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। তা ছাড়া সাত জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বুলগেরিয়ার একটি টেলিভিশনে এ বিবৃতি দেন।
উত্তর মেসিডোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী বুজার ওসমানি বলেছেন, সাপ্তাহিক ছুটির দিনে তুরস্কের শহর ইস্তাম্বুলে ঘুরতে গিয়েছিলেন পর্যটক দলটি। ভ্রমণ শেষে মেসিডোনিয়ার রাজধানী স্কোপজে ফিরছিল বাসটি। এ ঘটনার পর আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
উত্তর মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী জোরান জায়েভ ইতিমধ্যে বুলগেরিয়ার সঙ্গে ঘটনাটি নিয়ে আলোচনা করেছেন বলে জানায় সংবাদমাধ্যম।
/টিটি/এসএ/