মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | ৪ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

এনডিটিভিতে তুলসী গ্যাবার্ডের সাক্ষাৎকার, বাংলাদেশ প্রশ্নে যা বললেন

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা (এনআই) প্রধান তুলসী গ্যাবার্ড। ছবি: সংগৃহীত

নয়াদিল্লি সফররত যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা (এনআই) প্রধান তুলসী গ্যাবার্ডের সাক্ষাৎকার নিয়েছে এনডিটিভি ওয়ার্ল্ড। সাক্ষাৎকারে বিশেষভাবে বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে।

গণমাধ্যমটি এখন নরেন্দ্র মোদীর আস্থাভাজন গৌতম আদানির মালিকানাধীন, যার কারণে বিজেপি ও আরএসএসের প্রতি দুর্বলতা স্পষ্ট। সাক্ষাৎকারে বাংলাদেশের বিষয়ে ভারত সরকারসহ উগ্রবাদী গোষ্ঠীগুলোর সাম্প্রতিক অবস্থানের সুর প্রতিধ্বনিত হয়েছে।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর কিছু সহিংস ঘটনা ঘটে, যার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনাও রয়েছে। ভারতীয় গণমাধ্যমে এসব ঘটনা ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করা হয়।

সাক্ষাৎকারে এনডিটিভি ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের প্রসঙ্গ তুললে তুলসী গ্যাবার্ড বলেন, ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী ‘ইসলামপন্থী সন্ত্রাসবাদ’ মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এই বিষয়ে বিশেষ মনোযোগ দিচ্ছে। তিনি আরও বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি নির্যাতন, হত্যা ও নিপীড়ন যুক্তরাষ্ট্রের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয়।

তুলসী গ্যাবার্ড জানান, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। তবে, এই আলোচনা কেবল শুরু হয়েছে এবং এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি বলেন, ‘কিছু ইসলামী দলের কর্মকাণ্ডকে চরমপন্থা ও সন্ত্রাসবাদের উত্থান হিসেবে দেখানো হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই ধরনের আদর্শ মোকাবিলা করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতন ঘটে এবং তিনি ভারতে পালিয়ে যান। ভারতীয় গণমাধ্যম ৫ আগস্টের পরের ঘটনা নিয়ে বারবার অপপ্রচার চালাচ্ছে, যা নিয়ে ঢাকার পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

Header Ad
Header Ad

‘যমুনা রেল সেতু’র উদ্বোধন সম্পন্ন, হুইসেল বাজিয়ে ছুটল উদ্বোধনী ট্রেন

যমুনা রেল সেতুর উদ্বোধন সম্পন্ন। ছবি: ঢাকাপ্রকাশ

যমুনা নদীর ওপর নবনির্মিত যমুনা রেল সেতুর উদ্বোধন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বেলা দুপুর ১২ টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা রেল সেতু পূর্ব প্রান্তের ইব্রাহিমাবাদ রেল স্টেশন এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এরপর হুইসেল বাজিয়ে অতিথি, যাত্রী ও সংশ্লিষ্টদের নিয়ে বেলা ১২ টা ৬ মিনিটে উদ্বোধনী ট্রেনের হুলসেল দেওয়া হয়।

এরপর বেলা ১২ টা ৯ মিনিটে ট্রেনটি সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তের সয়দাবাদ রেল স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরে বেলা ১২ টা ১৯ মিনিটের দিকে সায়দাবাদ রেলস্টেশনে পৌঁছে ট্রেনটি।

এই উদ্বোধনী ট্রেনটিতে দুই পাশে ২টি লোকোমেটিভ ইঞ্জিল, ৬ টা কোচের মধ্যে ২ টা এসি চেয়ার, ১টি শোভন কোচ, ১টি ডাইনিং কার, ১টি পাওয়ার কার রয়েছে।

এর আগে সকালে উদ্বোধনের আনুষ্ঠানিকতার শুরু হয়। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে সেতু উদ্বোধন করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. সাইদা শিনিচি, দক্ষিণ এশিয়া বিভাগ (জাইয়া) মহাপরিচালক মি. ইতো তেরুয়ুকি।

Header Ad
Header Ad

বকেয়ার বেতন ও ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে কারখানার শ্রমিকদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

বকেয়ার বেতন ও ঈদের ছুটি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন গাজীপুরের দুটি কারখানার শ্রমিকেরা। এগুলোর মধ্যে ফু-ওয়াং ফুড লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় অবস্থান নিলে প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ছিল।

পরে আইনশৃঙ্খলা বাহিনী তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকদের সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ফু-ওয়াং ফুড লিমিটেড কারখানায় প্রায় ৬৫০ জন শ্রমিক কাজ করেন। আজ মঙ্গলবার পর্যন্ত তাঁদের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা দেওয়া হয়নি। বেতনের দাবিতে আজ সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকেরা উৎপাদন কাজ বন্ধ করে কারখানার নিচে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যেরা ঘটনাস্থলে গিয়ে বেতন পরিশোধের আশ্বাস দিলে সকাল সাড়ে নয়টার দিকে তাঁরা মহাসড়ক ছেড়ে যান।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়। এর আগে ওই মহাসড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে। এদিকে জায়ান্ট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা কারখানার ভেতরেই বিক্ষোভ করছেন।

অন্যদিকে বানিয়ারচালা এলাকায় জায়ান্ট টেক্সটাইল লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকেরা সকাল সাড়ে সাতটা থেকে কাজ বন্ধ দেন। কারখানার ভেতরে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন।

তাঁদের দাবি, কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) ওমর ফারুকের পদত্যাগ ও পবিত্র ঈদুল ফিতরের ছুটি ১১ দিন করতে হবে। এসব দাবিতে কাজ বন্ধ করে কারখানাটির অ্যাসেম্বলি পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। সকাল সাড়ে ১০টার সময় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকেরা বিক্ষোভ করছিলেন।

Header Ad
Header Ad

শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ, জাবি উপাচার্যের পেনশন বাতিল

তৎকালীন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মদদ দেওয়ার অভিযোগে উপাচার্য ও রেজিস্ট্রারের পেনশন-সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও ৯ শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

গতকাল সোমবার রাত ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য জানিয়েছেন। এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সিন্ডিকেট সভা শুরু হয়।

সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকেরা হলেন অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির, অধ্যাপক ইসরাফিল আহমেদ রঙ্গন, সহযোগী অধ্যাপক মেহেদী ইকবাল, অধ্যাপক বশির আহমেদ, সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসান, অধ্যাপক হোসনে আরা, অধ্যাপক নাজমুল হাসান তালুকদার ও অধ্যাপক মো. তাজউদ্দিন সিকদার।

এদিকে হামলার ঘটনায় অভিযুক্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম এবং রেজিস্ট্রার আবু হাসান অবসরে চলে যাওয়ায় তাঁদের পেনশন-সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া হামলায় সংশ্লিষ্টতার মাত্রা নির্ধারণের জন্য আরও ১০ জন শিক্ষকের বিরুদ্ধে স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি হামলায় জড়িত থাকার অভিযোগে দুই কর্মকর্তা নাহিদুর রহমান খান ও রাজীব চক্রবর্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কর্মচারী মুহসিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

‘যমুনা রেল সেতু’র উদ্বোধন সম্পন্ন, হুইসেল বাজিয়ে ছুটল উদ্বোধনী ট্রেন
বকেয়ার বেতন ও ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ
শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ, জাবি উপাচার্যের পেনশন বাতিল
‘কবজি কাটা’ গ্রুপের সদস্য পানি রুবেল গ্রেপ্তার    
ঢাকায় আসেননি ফাহমিদুল, ফিরে গেছেন ইতালি  
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা  
ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে : ডোনাল্ড ট্রাম্প  
দীর্ঘ প্রতিক্ষার অবসান, কিছুক্ষণ পরেই যমুনা রেল সেতু উদ্বোধন  
চুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১৯ নেতা বহিষ্কার  
দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব এলাকায়  
মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্যের কোনো ভিত্তি নেই : প্রেস উইং  
ট্রাম্পের সাথে যোগসাজশ করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২০০  
মেসিকে ছাড়াই দল ঘোষণা করল আর্জেন্টিনা, দেখুন স্কোয়াড
জানা গেল সমন্বয়ক তালাত মাহমুদ রাফির স্ত্রীর পরিচয়
এনডিটিভিতে তুলসী গ্যাবার্ডের সাক্ষাৎকার, বাংলাদেশ প্রশ্নে যা বললেন
বিএনপিকে ওয়ান ইলেভেনের মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে : তারেক রহমান
নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনে নীতিগত অনুমোদন
‘জুলাই গণঅভ্যুত্থান’ শক্তির বৃহৎ দল আসছে এপ্রিলে
ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা
২৯ মার্চ ভর দুপুরে নেমে আসবে অন্ধকার