পাকিস্তানের প্রশংসা প্রেসিডেন্ট ট্রাম্পের মুখে, জানালেন ধন্যবাদ

পাকিস্তানের প্রশংসা প্রেসিডেন্ট ট্রাম্পের মুখে। ছবি: সংগৃহীত
২০২১ সালে আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে প্রাণঘাতী বোমা হামলায় জড়িত ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসীকে গ্রেপ্তারে পাকিস্তানের সহায়তার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে এই সহযোগিতার জন্য পাকিস্তান সরকারকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
২০২১ সালের আগস্টে কাবুলের বিমানবন্দরের অ্যাবে গেটে ভয়াবহ হামলায় ১৩ মার্কিন সেনাসহ প্রায় ১৭০ আফগান বেসামরিক নাগরিক নিহত হন। হামলার দায় স্বীকার করে আইএস। সম্প্রতি পাকিস্তানের সহায়তায় এই হামলার মূল হোতা শরিফুল্লাহকে গ্রেপ্তার করা হয় এবং তাকে বিচারের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে।
বুধবার (৫ মার্চ) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানায়, মঙ্গলবার রাতে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম ভাষণ দেন। ভাষণে তিনি পাকিস্তানের প্রশংসা করে বলেন, “আজ রাতে, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে- আমরা এই নৃশংসতার জন্য দায়ী শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছি এবং তিনি আমেরিকায় বিচারের মুখোমুখি হচ্ছেন।”
তিনি আরও বলেন, “আমি বিশেষ করে পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানাতে চাই এই দানবকে গ্রেপ্তারে সহায়তা করার জন্য।”
ট্রাম্পের বক্তব্যের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক্স (সাবেক টুইটার) পোস্টে এই স্বীকৃতির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি জানান, গ্রেপ্তার হওয়া সন্ত্রাসী শরিফুল্লাহ আফগান নাগরিক এবং তিনি আইএস-কেপি শাখার শীর্ষস্থানীয় অপারেশনাল কমান্ডার।
শেহবাজ শরিফ আরও বলেন, “পাকিস্তান সবসময় সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প নিহত মার্কিন সেনাদের পরিবারের সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “আমি অনেক বাবা-মা এবং প্রিয়জনের সঙ্গে কথা বলেছি। আমরা দীর্ঘসময় ফোনে কথা বলেছি এবং তারা আনন্দে কান্না ছাড়া কিছুই করেনি।”
We thank US President Donald Trump for acknowledging and appreciating Pakistan's role and support in counter terrorism efforts across the region, in the context of Pakistan Security Forces’ recent apprehension of ISKP’s top tier operational commander Shareefullah, who is an…
— Shehbaz Sharif (@CMShehbaz) March 5, 2025
এ ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সন্ত্রাসবাদ দমন সংক্রান্ত সহযোগিতা আরও জোরদার হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
