মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫ | ২৩ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ভারতের ভূখণ্ড নিয়ে নতুন দুই প্রশাসনিক অঞ্চল ঘোষণা চীনের!  

ছবি: সংগৃহীত

চীনের উইঘুর মুসলিম অধ্যুষিত শিনজিয়াং প্রদেশে আরও দুটি নতুন প্রশাসনিক অঞ্চল (কাউন্টি) ঘোষণা করেছে দেশটির সরকার। তবে, পার্শ্ববর্তী ভারতের দাবি, নতুন এই দুই অঞ্চলে তাদের লাদাখের ভূখণ্ডের কিছু অংশও যোগ করে নিয়েছে চীন। এরই মধ্যে বিষয়টি নিয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বেইজিংয়ের কাছে আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার (৩ জানুয়ারি) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ ডিসেম্বর চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া উত্তর-পশ্চিম চীনের শিনজিয়াংয়ে এই দুটি কাউন্টি প্রতিষ্ঠার কথা জানায়। তাদের খবরে বলা হয়, শিনজিয়াংয়ের সরকার হোটান প্রিফেকচারের অধীনে হে’আন কাউন্টি এবং হেকাং কাউন্টি নামে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্র পরিষদ এই দুটি নতুন কাউন্টি অনুমোদন করেছে, যা হোটান প্রিফেকচারের অধীনে পরিচালিত হবে।

তবে, শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এই তথাকথিত কাউন্টির কিছু অংশ লাদাখের ভেতরে পড়ে এবং ভারত কখনই এই এলাকায় চীনের অবৈধ দখলদারিকে স্বীকৃতি দেয়নি।

তিনি বলেন, আমরা হোটান প্রিফেকচারের অধীনে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দেখেছি। তথাকথিত এই কাউন্টিগুলোর কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের ভেতরে পড়ে। আমরা কখনো এই এলাকায় চীনের অবৈধ দখলদারি স্বীকার করিনি।

রণধীর জয়সওয়াল আরও বলেন, নতুন কাউন্টি তৈরির বিষয়টি এই এলাকায় ভারতের সার্বভৌমত্ব নিয়ে আমাদের দীর্ঘদিনের ও ধারাবাহিক অবস্থানের ওপর কোনো প্রভাব ফেলবে না। চীনের অবৈধ ও জোরপূর্বক দখলকে ভারত বৈধতা দেবে না। আমরা চীনা পক্ষের কাছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কঠোর প্রতিবাদ জানিয়েছি।

সম্প্রতি দীর্ঘদিনের আলোচনার পরে ভারত ও চীনের মধ্যে একটি সীমান্ত জটিলতার সমাধান হয়। ফলস্বরূপ, পূর্ব লাদাখ সীমান্তে দুদেশই নিজেদের সেনা প্রত্যাহার করে নেয়। কিন্তু, সবশেষ এমন ঘটনায় দুই দেশের সম্পর্কের বিষয়টি আবারও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

 

Header Ad
Header Ad

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৬  

মঙ্গলবার সকালে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প কেঁপে উঠে তিব্বত । ছবিঃ সংগৃহীত

মঙ্গলবার সকাল ৯টা ০৫ মিনিটে চীনের প্রত্যন্ত তিব্বত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৬ জনে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রতিবেশী নেপালের রাজধানী কাঠমান্ডু এবং ভারতের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভিতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের পর ধ্বংসাবশেষ চারপাশে ছড়িয়ে পড়েছে।চায়না ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) অনুসারে, সকাল ৯ টা ৫ মিনিটে নেপালের সীমান্তের কাছে ডিংরি কাউন্টিতে ৬.৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা ০৫ মিনিটে জিজাং (তিব্বত) স্বায়ত্তশাসিত অঞ্চলের জিগাজে শহরের ডিংরি কাউন্টিতে ৬.৮ মাত্রার ভূমিকম্পে ৩৬ জনের মৃত্যু ও ৩৮ জন আহত হওয়ার কথা নিশ্চিত করা হয়েছে।

সিনহুয়া আরো জানিয়ে, ভূমিকম্পের প্রভাব মূল্যায়নের জন্য স্থানীয় কর্তৃপক্ষ কাউন্টির বিভিন্ন শহরে যোগাযোগ করছে।

রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি আগে বলেছিল, ডিংরি কাউন্টি এবং এর আশেপাশের এলাকায় খুব শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে এবং ভূমিকেন্দ্রের কাছাকাছি অনেক ভবন ধসে পড়েছে।

সিনহুয়া আরো জানিয়ে, ভূমিকম্পের প্রভাব মূল্যায়নের জন্য স্থানীয় কর্তৃপক্ষ কাউন্টির বিভিন্ন শহরে যোগাযোগ করছে।

চীন আবহাওয়া প্রশাসনের মতে, ডিংরিতে তাপমাত্রা প্রায় মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস (৪৬ ডিগ্রি ফারেনহাইট) এবং আজ সন্ধ্যায় তা মাইনাস ১৮-এ নেমে যাবে। এদিকে মঙ্গলবারের ভূমিকম্পটি গত পাঁচ বছরে ২০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল বলে সিউএনসি যোগ করেছে।

কাঠমান্ডুর পাশাপাশি এভারেস্টের নিকটবর্তী উচ্চ পর্বতমালায় নেপালের লোবুচের আশেপাশের অঞ্চলগুলো কম্পন এবং আফটারশকে কেঁপে উঠে।

এভারেস্টের কাছাকাছি অবস্থিত নেপালের নামচে অঞ্চলে সরকারি কর্মকর্তা জগৎ প্রসাদ ভুসাল বলেছেন, ভূমিকম্পে এ অঞ্চল বেশ প্রবলভাবে কেঁপে উঠেছে, সবাই জেগে আছে।

নেপালি স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ঋষি রাম তিওয়ারি বলেছেন, এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ ঘটনায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। নেপাল একটি প্রধান ভূতাত্ত্বিক ফল্টলাইনে অবস্থিত যেখানে ভারতীয় টেকটোনিক প্লেট ইউরেশিয়ান প্লেটের দিকে ঠেলে হিমালয় তৈরি করে এবং ভূমিকম্প একটি নিয়মিত ঘটনা। ভারতের বিহার রাজ্যে কিছু কম্পন অনুভূত হলেও কোনো আহতের খবর পাওয়া যায়নি।

Header Ad
Header Ad

পল্টনে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

ছবিঃ সংগৃহীত

রাজধানীর পুরানা পল্টনে একটি চার তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ৯টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ৯টা ২৪ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দ্বিতীয় তলায় একটি ল চেম্বার রয়েছে, সেখান থেকে আগুনের সূত্রপাত।

প্রাথমিকভাবে আগুনে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Header Ad
Header Ad

শ্রমিকলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করলো বিএনপির নেতাকর্মীরা  

শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। ছবিঃ সংগৃহীত

পাবনার ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে (৫০) আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপি নেতাকর্মীরা। সোমবার বিকেলে পাকশী রেলওয়ে বিভাগের আমতলায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম।

স্থানীয়রা জানান, শ্রমিকলীগ নেতা নজরুল ইসলাম বিভিন্ন সময় রেলের নিয়োগ বাণিজ্যসহ অনিয়ম দুর্নীতি করেছেন। দলীয় প্রভাব খাটিয়ে পাকশীতে বিএনপিকে কোনো অনুষ্ঠান করতে দেননি। এমনকি জাতীয় দিবস পালনেও বাধা দিয়ে আয়োজন ভন্ডুল করেছেন। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি পাকশী রেলওয়ে অফিসে দাপট দেখিয়ে চলছিলেন।

এসব ঘটনায় বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা নজরুল ইসলামকে আটক করে পুলিশে ধরিয়ে দিয়েছে।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, পাকশী আমতলা এলাকা থেকে নজরুল ইসলামকে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গ্রেপ্তার করে থানায় আনে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৬  
পল্টনে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
শ্রমিকলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করলো বিএনপির নেতাকর্মীরা  
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা  
টিউলিপের ওপর আস্থা রাখতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী
হানিমুনে মালদ্বীপ যাচ্ছে তাহসান ও রোজা  
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৫ জন নিহত  
ঘুম থেকে উঠে দেখি, রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি  
শীতের মধ্যে দুই বিভাগে বৃষ্টির আভাস
বিডিআরে বিদ্রোহ হয়নি, ‘ওটা সেনা হত্যার ষড়যন্ত্র’: তদন্ত কমিশনের প্রধান
বাংলাদেশে ভূ-কম্পন অনুভূত  
পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
আন্দোলনে নিহত ছাত্রদল নেতার সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান
তামিমের ব্যাটে জয়ে ফিরলো ফরচুন বরিশাল
লন্ডন যাত্রায় খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন যারা
মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতি দিল এনবিআর
কলকাতায় বিমানবন্দরে আটকা পড়েছেন ২২০ বাংলাদেশি
৩১ ডিসেম্বরের মধ্যে পুরোপুরি চালু হবে ই-পাসপোর্ট
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১০ এপ্রিল
চট্টগ্রামে কোতোয়ালি থানার সাবেক ওসিকে মারধর, পুলিশে সোপর্দ