রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ | ১৪ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মোজাম্বিকে কারাগারে দাঙ্গায় ৩৩ জন নিহত, পালিয়েছে অন্তত ৬ হাজার বন্দি

ছবি: সংগৃহীত

মোজাম্বিকের রাজধানীতে নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে একটি কারাগারে দাঙ্গার ঘটনায় অন্তত ৩৩ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। এসময় অন্তত ছয় হাজার বন্দি পালিয়েছে কারাগার থেকে।

দেশটির পুলিশ প্রধান বার্নাডিনো রাফায়েল বলেছেন, বড় দিনে মাপুতো কেন্দ্রীয় কারাগার থেকে বন্দিরা পালিয়েছে। এ ঘটনাকে তিনি বিদ্রোহ বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে কারাবন্দিদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় অন্তত ৩৩ জন বন্দি নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও ১৫ জন।

প্রথম দিকে দেশটির কর্মকর্তারা দেড় হাজার বন্দির পালিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন। এখন আপডেট খবরে বলা হচ্ছে পালিয়ে যাওয়া বন্দির সংখ্যা ছয় হাজার।

প্ল্যাটাফর্মা ইলিটোরাল ডিসাইড নামের একটি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ৯ অক্টোবরের বিতর্কিত নির্বাচনের পর থেকে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫১ জন নিহত হয়েছেন। সূত্র: আল-জাজিরা

Header Ad
Header Ad

কখন কোথায় ও কীভাবে পাওয়া যাবে বিপিএলের টিকিট?

ছবি: সংগৃহীত

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বাইরে এক হুলস্থুল কাণ্ডই ঘটে গেল। আগামীকাল থেকে শুরু হবে বিপিএল। বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ বিপিএল শুরুর একদিন আগে টিকিট নিশ্চিত করতে না পেরে হতাশায় ডুবেছেন ক্রিকেট প্রেমিকরা। টিকিট না পেয়ে বিক্ষোভও করতে দেখা গেছে দর্শকদের।

আজ শীতের কাক ডাকা ভোর থেকেই মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে ভিড় জমিয়েছেন ক্রিকেটভক্তরা। ভক্তদের কথা চিন্ত করে পরে টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। একইসঙ্গে টিকিট কেনার উপায় এবং স্থানও জানানো হয়েছে নতুন করে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় এক বিবৃতিতে টিকিট ক্রয়সংক্রান্ত তথ্য জানিয়েছে বিসিবি। সরাসরি ও অনলাইনে এই দুই মাধ্যমেই বিপিএলের টিকিট সংগ্রহ করা যাবে। বিকেল ৪টা থেকে সরাসরি টিকিট বিক্রি শুরু হবে। বিক্রি চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এ ছাড়া বিপিএলের উদ্বোধনী দিন অর্থাৎ, আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট কেনা যাবে নির্ধারিত মধুমতি ব্যাংক থেকে।

এ ছাড়া অনলাইনে টিকিট নেওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

 

ক্যাটাগরিভিত্তিক বিপিএল টিকিটের মূল্য

 ১. গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) : ২০০০ টাকা

 ২. গ্র্যান্ড স্ট্যান্ড (আপার) : ২০০০ টাকা

 ৩. ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) : ১০০০ টাকা

 ৪. ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক) : ৮০০ টাকা

 ৫. ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক) : ১০০০ টাকা 

 ৬. ক্লাব হাউস সাউথ (শহীদ মোশতাক স্ট্যান্ড) : ৫০০ টাকা

 ৭. ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) : ৫০০ টাকা

 ৮. সাউদার্ন গ্যালারি : ৩০০ টাকা

 ৯. নর্দান গ্যালারি : ৩০০ টাকা

 ১০. ইস্টার্ন গ্যালারি : ২০০ টাকা

 ১১. ক্লাব হাউস সাউথ - শহীদ মুশতাক স্ট্যান্ড (জিরো ওয়েস্ট জোন) : প্রতি টিকিটে ৬০০ টাকায় ৩০০টি আসন পাওয়া যায়।

 

মধুমতি ব্যাংকের যেসব শাখা থেকে টিকিট সংগ্রহ করা যাবে

১. মিরপুর শাখা (মিরপুর ১১)
২. মতিঝিল শাখা (ঢাকা চেম্বার ভবন)
৩. উত্তরা শাখা (জসিম উদ্দিন রোড)
৪. গুলশান শাখা (গুলশান ১ এবং ২ এর মাঝামাঝি)
৫. ধানমন্ডি শাখা (পুরাতন রোড ২৭)
৬. কামরাঙ্গীর চর শাখা
৭. ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট ভবন)

Header Ad
Header Ad

আশ্বাসে জাহাঙ্গীর গেট থেকে সরে গেলেন চাকরিচ্যুত সেনা সদস্যরা  

ছবি: সংগৃহীত

চাকরিতে পুনর্বহাল ও বিচার ব্যবস্থার সংস্কারসহ তিন দফা দাবিতে ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নিয়েছিলেন বিগত সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনী সদস্যরা।

রবিবার (২৯ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের শহিদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নেয়া সদস্যরা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাস পাওয়ার পর সড়ক ত্যাগ করেন। ফলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, সকালে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনী সদস্যদের প্লাটফর্ম ‘সহযোদ্ধা’র ব্যানারে অবস্থান নেন চাকরিচ্যুত স্বশস্ত্র বাহিনীর সদস্যরা।

বেলা ১১টার দিকে বিক্ষোভকারীদের ‘সামরিক বাহিনী সংস্কার চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’ শীর্ষক ব্যানার প্রদর্শন করে জাহাঙ্গীর গেটের বিপরীত সড়কে দাঁড়িয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

 

আন্দোলনরতদের তিন দফা দাবি হলো-

চাকরিচ্যুতির সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ চাকরি পুনর্বহাল করতে হবে।

যদি কোনো সশস্ত্র বাহিনী সদস্যের চাকরি পুনর্বহাল সম্ভব না হয়, তাহলে তাকে সরকারি সব সুযোগ-সুবিধাসহ পেনশনের আওতাভুক্ত করতে হবে।

যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার মাধ্যমে শত শত সশস্ত্র বাহিনী সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে।

এ সময় জাহাঙ্গীর গেটের সামনের সড়কে যানজট দেখা দেয়। যানবাহনের সারি ঠেকে যায় প্রায় বনানী মোড় পর্যন্ত। এতে বেশ ভোগান্তিতে পড়েন স্কুল-কলেজ ও অফিসগামী মানুষ।

Header Ad
Header Ad

ব্যাংকখাতে ব্যর্থতার দায় কমবেশি সবার: গভর্নর

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মুনসুর। ছবি: সংগৃহীত

ব্যাংকখাতে ব্যর্থতার দায় কমবেশি সবারই আছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মুনসুর। রবিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) গোল্ডেন জুবিলি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ড. আহসান এইচ মুনসুর বলেন, ব্যাংক খাতে অর্জন যেমন আছে, তেমনি ব্যর্থতাও আছে। এই ব্যর্থতার জন্য শুধু একক কোনো গোষ্ঠী দায়ী নয়, এক্ষেত্রে সবারই কমবেশি দায় আছে।

আমানতকারী এবং বিনিয়োগকারীদের সুরক্ষার বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, ব্যাংকিং খাত দ্রুতই ঘুরে দাঁড়াবে। এ খাত বিকশিত হবে। সেক্ষেত্রে আমানতকারী এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

এর আগে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে। প্রথম দিকে বলেছিলাম ১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। কিন্তু সেগুলো এখন ঘুরে দাঁড়িয়েছে। ব্যাংকখাতের ধস নিয়ে অনেকেই চিন্তিত ছিলেন। সেখান থেকে ব্যাংকগুলো যে ঘুরে দাঁড়িয়েছে সেটাই বড় বিষয়। এখন আর এগুলো পড়ে যাবে না। একটিকে বাদ দিয়ে বাংলাদেশ অর্থনীতি আগাতে পারবে না।

রাষ্ট্রের অর্থনীতি পুনর্গঠন করতে হলে এই ব্যাংক খাত পুনর্গঠন করতে হবে জানিয়ে গভর্নর আরও বলেন, আমাদের অর্থনীতিতে কতগুলো সংকট ছিল। বৈশ্বিক বাণিজ্যে আমাদের বিশাল ঘাটতি ছিল। রিজার্ভের পতন হচ্ছিল। এই জায়গা থেকে আমরা অনেকটুকু বের হয়ে এসেছি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আর কমছে না। গত আগস্ট মাসের পর ব্যাংক কোনো ডলার বিক্রি করেনি। কাজেই আমাদের রিজার্ভ কমবে না, বাড়বেই।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

কখন কোথায় ও কীভাবে পাওয়া যাবে বিপিএলের টিকিট?
আশ্বাসে জাহাঙ্গীর গেট থেকে সরে গেলেন চাকরিচ্যুত সেনা সদস্যরা  
ব্যাংকখাতে ব্যর্থতার দায় কমবেশি সবার: গভর্নর
ব্যাংক লুট করছে একটি ইসলামি দল: রিজভী
পরপর তিন কন্যাসন্তান হওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারলো স্বামী  
বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না আবেদন ফি
আমরা ইনভেস্ট করেছি পদ্মা সেতু ও টানেলে, সঠিক জায়গায় নয়: আমীর খসরু  
লিটন নয়, ঢাকার নেতৃত্ব পেলেন থিসারা পেরেরা
ছাত্র-জনতার আন্দোলনকে নিজেদের করে নিতে চায় বৈষম্যবিরোধীরা: মির্জা আব্বাস
সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা
শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ৯ উপায়
৩১ ডিসেম্বরের ঘোষণাপত্রটি লিখিত দলিল হবে: সারজিস  
আবারও শাহবাগ মোড় অবরোধ ট্রেইনি চিকিৎসকদের
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৫
দেশে আবারও রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা চলছে: ফারুক
বিপিএলের টিকিট না পাওয়ায় মিরপুরে দর্শকদের বিক্ষোভ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সংবাদ সম্মেলন
টেলিযোগাযোগ খাতে অস্থিরতা, বাড়বে ইন্টারনেটের দাম
শাকিবের 'প্রিয়তমা' ইধিকার জীবনে প্রেমের নতুন অধ্যায়?
৪৭তম বিসিএসের আবেদন শুরু