বাংলাদেশিদের জন্য ভারতে লালগালিচা বিছিয়ে রেখেছেন তিনি: অমিত শাহ
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: সংগৃহীত
জেএমএম নেতৃত্বাধীন জোট বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য রাজ্যে লালগালিচা বিছিয়ে রেখেছেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের সরকারকে উদ্দেশ্যে করে এসব কথা বলেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ৮১ সদস্যের ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন এই মাসেই অনুষ্ঠিত হবে। এর আগে প্রচারে ব্যস্ত সব দলের নেতারা। তাতে আসছেন কেন্দ্রীয় নেতারাও। আগামী ১৩ ও ২০ নভেম্বর এই ভোট হবে। গণনা করা হবে আগামী ২৩ নভেম্বর।
শনিবার (৯ নভেম্বর) নির্বাচনী প্রচারে এসে ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের সরকারকে এক হাত নিলেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য ভারতে লালগালিচা বিছিয়ে রেখেছেন হেমন্ত সরেনের সরকার। বিজেপি ক্ষমতায় এলে এসব অনুপ্রবেশকারীদের বিতাড়িত করবে।
পটকা এলাকার র্যালিতে অমিত শাহ বলেন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) জোট সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য লালগালিচা বিছিয়ে রেখেছে। আর তারা এসে এখানে স্থায়ী হয়ে জায়গা-জমি দখল করে নিচ্ছে। এ ছাড়া চাকরিও নিয়ে নিচ্ছে তারা। আর করে যাচ্ছে সরকারবিরোধী সব কার্যক্রম। বিজেপিকে ক্ষমতায় আসতে দিন। এদের সবাইকে তাড়িয়ে দেব। সীমান্ত দিয়ে একটি পাখিও আসতে পারবে না।
ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) জোট সরকারকে দুর্নীতিগ্রস্ত বলেও মন্তব্য করেন অমিত শাহ।