সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ | ২৮ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মাছ-মাংস না পেয়ে কনেপক্ষকে লাঠিপেটা, বিয়ে পণ্ড করেছে বরপক্ষ

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার আনন্দ নগর গ্রামে বিয়ের অনুষ্ঠানে মাছ–মাংস না পেয়ে কনেপক্ষকে পিটিয়ে বিয়ে পণ্ড করে দিয়েছে বরপক্ষ। রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আনন্দ নগর গ্রামের দীনেশ শর্মার মেয়ে সুষমার বিয়ে ছিল। বরপক্ষকে খাওয়াতে পোলাও-পনির ও হরেক রকম তরকারি পাকানো হয়।

খাওয়া-দাওয়ায় মাছ ও মাংস না পেয়ে কনেপক্ষকে পিটিয়ে বিয়ে ভেঙে দেয় বরপক্ষ। বর অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান। এরপর কনের পরিবার পুলিশের অভিযোগ দেন।

কনের বাবা পুলিশ বলেন, আয়োজনে আমিষ না থাকায় অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে বর অভিষেক শর্মা, তার বাবা সুরেন্দ্র শর্মা এবং অন্যরা। আমি আপত্তি জানালে সুরেন্দ্রসহ কিছু অজ্ঞাতপরিচয় লোক আমার পরিবারের লোকজনকে লাঠি দিয়ে মারতে শুরু করেন এবং লাথি দেন, ঘুষি মারেন।

এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, হাতাহাতি, ঘুষি এবং চেয়ার ছোড়াছুড়ি হচ্ছে। দুই পক্ষে চলছে তুমুল ঝগড়া।

Header Ad
Header Ad

দাবানলের তাণ্ডব: ৬ দিনেও নিয়ন্ত্রণে আসেনি আগুন, ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাট

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবানল ছয় দিনেও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও আগুন নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন। ঝোড়ো বাতাসের পূর্বাভাসের কারণে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

লস অ্যাঞ্জেলেসে আলাদা ছয়টি দাবানল শুরু হলেও বর্তমানে চারটি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ প্যালিসেইডস দাবানল, যা ইতোমধ্যে ২২ হাজার একর পুড়িয়ে দিয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, এই দাবানল মাত্র ১১ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্যালিসেইডস দাবানল সান্তা মোনিকা ও মালিবুর মধ্যে ছড়িয়ে পড়েছে এবং এটি ব্রেন্টউড ও সান ফার্নান্ডো এলাকাকেও হুমকির মুখে ফেলেছে।

এই দাবানলে এখন পর্যন্ত ১২ হাজার অবকাঠামো ধ্বংস হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ৫৭ হাজার অবকাঠামোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। এলাকা খালি করতে বলা হয়েছে ১ লাখ ৫৩ হাজার মানুষকে, আর আরও ১ লাখ ৬৬ হাজার মানুষকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ সরবরাহেও সমস্যা হচ্ছে; যদিও বিদ্যুৎবিহীন গ্রাহকের সংখ্যা কমিয়ে আনতে কিছুটা অগ্রগতি হয়েছে।

এর মধ্যেই ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাটের ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ অন্তত ২০ জনকে গ্রেপ্তার করেছে, যাঁদের মধ্যে দুজন ফায়ার সার্ভিসের পোশাক পরে লুটপাট করছিলেন। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং বিভিন্ন অঙ্গরাজ্য ও দেশ থেকে সহায়তা নিচ্ছে। তবে পরিস্থিতি আরও গুরুতর হওয়ার আশঙ্কায় উদ্বেগ বাড়ছে।

Header Ad
Header Ad

এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম: তদন্তে চাঞ্চল্যকর তথ্য

ছবি: সংগৃহীত

রাজধানীর এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মূল টার্গেট ছিলেন শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের ছোট ভাই ও কম্পিউটার ব্যবসায়ী ওয়াহিদুল হাসান দিপু। তবে ভুলক্রমে হামলাকারীরা ব্যবসায়ী এহতেশামুল হককে গুরুতর আহত করে। ঘটনার নেপথ্যে মাল্টিপ্লান সেন্টারের ব্যবসায়ী সমিতির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব ও চাঁদাবাজি অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে।

গত শুক্রবার রাতে মাল্টিপ্লান সেন্টারের সামনে এহতেশামুল হককে রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়। একই সময় দিপুও আঘাতপ্রাপ্ত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাটি মাত্র দুই-তিন মিনিটের মধ্যে ঘটে। সন্ত্রাসীদের হাতে ধারালো অস্ত্র থাকায় আশপাশের কেউ ভয়ে এগিয়ে আসতে সাহস করেনি। হামলাকারীরা এহতেশামুলকে আহত করে সায়েন্সল্যাবের দিকে পালিয়ে যায়।

ব্যবসায়ীদের ভাষ্যমতে, এই হামলার মূল কারণ মাল্টিপ্লান ও আশপাশের ব্যবসায়ী সমিতিতে চাঁদাবাজি বন্ধ হওয়া। শীর্ষ সন্ত্রাসী ইমন, যিনি আগে এই কমিটির নেতৃত্বে ছিলেন, নতুন নেতৃত্বের কারণে তার আয় বন্ধ হয়ে যায়। ক্ষিপ্ত হয়ে তিনি দিপুকে হুমকি দেন এবং এই হামলার পরিকল্পনা করেন। গত ৫ আগস্ট দিপু নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ইমনের ক্ষোভ বাড়তে থাকে।

এ ঘটনায় নিউমার্কেট থানায় হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ইমনসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। তদন্তকারীরা বলছেন, গ্রেফতার হওয়া আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

এই হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। মাল্টিপ্লানের ব্যবসায়ীরা শনিবার মানববন্ধন করে দ্রুত অপরাধীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পুলিশ বলছে, সবদিক বিবেচনা করে তদন্ত চলছে, এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

Header Ad
Header Ad

এইচএমপিভি প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তর হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) সংক্রমণ প্রতিরোধে সাত দফা নির্দেশনা দিয়েছে। সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া এবং আক্রান্তদের থেকে দূরত্ব বজায় রাখার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

 

নির্দেশনাগুলো হলো:

১. মাস্ক ব্যবহার করা: শ্বাসতন্ত্রের রোগ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে।
২. হাঁচি বা কাশির সময় নাক-মুখ ঢেকে রাখা: বাহু বা টিস্যু দিয়ে।
৩. ব্যবহৃত টিস্যু যথাযথভাবে ফেলা: ঢাকনাযুক্ত ঝুড়িতে ফেলে, সাবান-পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া।
৪. আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা: অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখা।
৫. ঘন ঘন হাত ধোয়া: সাবান-পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড।
৬. অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ না ধরা।
৭. উপসর্গ থাকলে বাড়িতে থাকা: জ্বর, কাশি বা শ্বাসকষ্ট হলে বাড়িতে বিশ্রাম নেওয়া এবং প্রয়োজনে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করা।

অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এইচএমপিভি ফ্লুয়ের মতো উপসর্গ তৈরি করে, যা সাধারণত দুই থেকে পাঁচ দিনের মধ্যে ভালো হয়ে যায়। আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তবে স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক।

বিশ্বব্যাপী এই ভাইরাসের সংক্রমণ বাড়ছে। চীনসহ অন্যান্য দেশে এর প্রকোপের প্রেক্ষিতে বাংলাদেশেও বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ঝুঁকিপূর্ণ গোষ্ঠী:

- ১৪ বছরের কম বয়সী শিশু।
- ৬৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তি।
- হাঁপানি বা দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত।
- অন্তঃসত্ত্বা নারী।
- দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি।

দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল, সিভিল সার্জন অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিমানবন্দর ও বন্দর স্বাস্থ্য কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এইচএমপিভি প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। ব্যক্তিগত ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশনাগুলো অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দাবানলের তাণ্ডব: ৬ দিনেও নিয়ন্ত্রণে আসেনি আগুন, ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাট
এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম: তদন্তে চাঞ্চল্যকর তথ্য
এইচএমপিভি প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা
বাংলাদেশকে ধ্বংস করতে ভারতের চার-পাঁচটা ড্রোনই যথেষ্ট: শুভেন্দু
বিপিএলে একই ম্যাচে লিটন ও তামিমের জোড়া সেঞ্চুরির দুর্দান্ত প্রদর্শনী
বৈজ্ঞানিক প্রকাশনায় দেশে শীর্ষে ঢাবি, দ্বিতীয় ড্যাফোডিল, তৃতীয় বুয়েট
উত্তাপ ছড়ানো ম্যাচে শেষ হাসিতে সিলেটের টানা দ্বিতীয় জয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৫ হল থেকে আগুনে পোড়া কোরআন উদ্ধার, বিক্ষোভ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ৬০ দিন
‘অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করেনি’
রাবিতে কোরআন পুড়ানোর ঘটনায় ছাত্রদলের নিন্দা প্রকাশ
রাজউকের প্লট জালিয়াতি, শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা
নওগাঁয় নগদ ৪ লক্ষ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট, অভিযোগের তীর প্রতিবেশির দিকে
বিরামপুরে অগ্নিকাণ্ড ৩টি দোকান পুড়ে ছাই
ইংল্যান্ডে দুপুরের খাবারসহ বিনা টিকিটে বিশ্বকাপের ম্যাচ দেখেছেন টিউলিপ: টেলিগ্রাফের প্রতিবেদন
প্রতিযোগী থেকে বিয়ের পিড়িতে পড়শী-নিলয়
‘জমজমের’ বলে ট্যাপের পানি বিক্রি, আয় করেছেন ৩০ কোটি!
কাউন্সিল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা নিহত
বায়ুদূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ হাইকোর্টের
ঢাবিতে ছাত্রীহল নির্মাণ ও সংস্কারের দাবি ছাত্রদলের