শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ | ১ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ভারতে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১২১

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে একটি ধর্মীয় আশ্রমে পদদলনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১ জনে। নিহতদের মধ্যে শতাধিক নারী ও বাকিদের প্রায় সবাই শিশু। এছাড়াও এ ঘটনায় আহতও হয়েছেন বহু মানুষ, যাদের মধ্যে ২৮ জন গুরুতর আহত রয়েছেন।

গতকাল মঙ্গলবার (২ জুলাই) বিকেলে উত্তর প্রদেশের হাথরস জেলায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায়, হিন্দুদের দেবতা শিবের পূজা উপলক্ষে হাথরসের রতি ভানপুর গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শেষে লোকজন সেখান থেকে বের হওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করলে পদদলিত হয়ে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহতদের বেশির ভাগই নারী।

মূলত ধর্মীয় আয়োজনটি করেছিলেন ‘ভোলে বাবা’ নামে পরিচিত এক ব্যক্তি। তাঁর অনুসারীরাই ওই ধর্মীয় আয়োজনে গিয়েছিলেন। কিন্তু হতাহতের এ ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছে এই ভোলে বাবা।

বুধবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, রতি ভানপুর গ্রামে এ ঘটনার পর থেকে ভোলে বাবার খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁকে খুঁজছে উত্তর প্রদেশের পুলিশ। এছাড়া নিহতের ঘটনার পর রাম কুটির চ্যারিটেবল ট্রাস্টে তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে সেখানে ‘ভোলে বাবা’ নামের ধর্মগুরুকে খুঁজে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ভোলে বাবার আসল নাম নারায়ণ শাকর হরি। তিনি শাকর বিশ্ব হরি বা ভোলে বাবা নামে পরিচিত। প্রায় ১৮ বছর ধরে তিনি উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত ছিলেন। তবে পুলিশের গোয়েন্দা দপ্তরের চাকরি ছেড়ে এক সময় ধর্মীয় গুরু হয়ে যান তিনি। এরপর ভক্তদের প্রবচন দিতে শুরু করেন। বেশিরভাগ সময়ই তাকে সাদা পোশাকে দেখা যায়।

অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের পাশাপাশি ত্রাণ তৎপরতা দ্রুত করার জন্য জেলা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আরও জানিয়েছেন, খুব দ্রুত এই ঘটনার কারণ নির্ধারণ এবং তদন্ত শুরু করা হবে।

এছাড়া এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইউপি মন্ত্রী সন্দীপ সিং।

Header Ad

ভবিষ্যতে কেউ টাকা পাচার করলে ধরা পড়বে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন। ছবি: সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ভবিষ্যতে কেউ টাকা পাচার করলে তা ধরা পড়বে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর মহাখালীতে আয়োজিত ‘পলিসি ডায়ালগ অন ফিন্যানসিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

সেমিনারে অর্থ উপদেষ্টা বলেন, "অর্থনৈতিক খাতে যেভাবে লুটপাট হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে কাজ চলছে। এখন কেবল উন্নয়ন দেখানোর প্রবণতা থেকে সরে এসে উন্নয়নের কৌশল পরিবর্তন করা জরুরি।"

রাজস্ব খাতে নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন প্রক্রিয়াকে আলাদা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, "বেশিরভাগ প্রতিষ্ঠান ধ্বংসের মুখে রয়েছে। অনেক প্রকল্প নেওয়া হয়েছে, যেগুলোর জন্য প্রয়োজনীয় ফিজিবিলিটি টেস্ট করা হয়নি। এই অবস্থার পরিবর্তনে মাল্টিলেটারাল ও বাইলেটারাল সহযোগিতার আশ্বাস মিলেছে। তবে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে না পারলে বিদেশি সহযোগিতাও কমে যাবে।"

টাকা পাচার রোধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে ড. সালেহউদ্দিন বলেন, "পাচার হওয়া টাকা ফেরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে প্রাইভেট বা পাবলিক সেক্টর থেকে কেউ টাকা পাচার করলে তাকে ধরা হবে। অর্থনৈতিক খাতে জবাবদিহিতা নিশ্চিত করতে এই পদক্ষেপ কার্যকর হবে।"

সেমিনারে আরও উল্লেখ করা হয় যে, বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের প্রচলিত ধারণায় পরিবর্তন আনার সময় এসেছে। অর্থ উপদেষ্টা জানান, প্রকল্পের কার্যকারিতা নিশ্চিত না করে প্রকল্প গ্রহণের যে সংস্কৃতি চালু হয়েছে, তা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর।

এই সেমিনারে অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সেমিনারের আলোচনায় বাংলাদেশে আর্থিক সংস্কারের প্রয়োজনীয়তা ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা উঠে আসে।

Header Ad

এখনই সন্তান নিতে চাননি কাঞ্চন, শোনেননি শ্রীময়ী

এখনই সন্তান নিতে চাননি কাঞ্চন, শোনেননি শ্রীময়ী। ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে টালিউডের অন্যতম চর্চিত জুটি হচ্ছে কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। সদ্যই কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন পশ্চিমবঙ্গের এ তারকা দম্পতি। মেয়ের নাম রেখেছেন ‘কৃষভি’। কিন্তু এখনই নাকি সন্তান নিতেই চাননি কাঞ্চন। এত তাড়াতাড়ি মা হতে নিষেধ করেছিলেন শ্রীময়ীকে। তবে স্বামীর কোনো বারণই শোনেননি অভিনেত্রী।

গত ২ নভেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন শ্রীময়ী। এরপর থেকেই মেয়েকে নিয়ে নানান ব্যস্ততায় দিন কাটছে তাদের। কিন্তু তৃতীয় স্ত্রী এত তাড়াতাড়ি সন্তানের মা হোক, সেটা একবারেই চাননি কাঞ্চন! সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শ্রীময়ী।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, দোল পূর্ণিমার সময়ই জানতে পারি, মা হতে চলেছি আমি। কিন্তু কাঞ্চন চাননি এত অল্প বয়সে মা হই। সে আমাকে বলেছিল ২৭ বছরেই মা হবি? আর একটু সময় নে।

 

ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, কিন্তু আমরা একসঙ্গে এত ঘুরেছি। সময় কাটিয়েছি, বাড়িতে একা থেকেছি। তাই আর সময় নষ্ট করতে চাইনি। চেয়েছিলাম যাতে এবার তিনজন একসঙ্গে সময় কাটাতে পারি। ফলে স্বামী নিষেধ করলেও মা হওয়ার সিদ্ধান্তটা আমিই নিয়েছি।

শ্রীময়ীর ভাষ্য, বর্তমানে মেয়েকে নিয়ে রাতে জেগে থাকতে হচ্ছে তাকে। যদিও এতে কোনো কষ্ট নেই তার। তিনি কখনও ক্লান্ত হলে মেয়েকে কোলে নিয়ে বসে থাকেন বাবা। ফলে বোঝাই যাচ্ছে, ছোট্ট কৃষভিকে ঘিরে মল্লিক বাড়ির আনন্দের সীমা নেই এখন।

মেয়ে দেখতে পুরো বাবার মতোই হয়েছে উল্লেখ করে অভিনেত্রী জানান, গায়ের রং গোলাপি।

প্রসঙ্গত, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে করেন কাঞ্চন-শ্রীময়ী। এরপর গেল ২ মার্চ সামাজিক রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

Header Ad

যত দ্রুত নির্বাচন, ততই জনগণের কল্যাণ: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৬ নভেম্বর) জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিলে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার মাধ্যমে অন্ততর্বর্তী সরকার গঠন হয়েছে। যেখানে স্পষ্ট করে বলা আছে, তারা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। সেজন্য আমরা তাদের সমর্থন দিচ্ছি। তাদের পাশে আছি।

দ্রুত সংস্কার কাজ শেষ করার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, ‘নির্বাচন কেন্দ্রিক যেসব সংস্কারগুলো আছে তা দ্রুত সংস্কার করতে হবে। আইন, প্রশাসন ও বিচারবিভাগের সংস্কারের মাধ্যমে যত দ্রুত নির্বাচনে যাবে বর্তমান সরকার, ততই দেশের মানুষের জন্য কল্যাণ হবে।’

এ সময় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, অতীতে যেভাবে বিএনপি তাদের ইমেজ ধরে রেখেছিল, ঠিক একইভাবে বিএনপিকে আগের মতো করে ইমেজ ধরে রাখতে হবে। জনগণের পাশে থাকতে হবে।

গণতন্ত্র রক্ষার আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল আহ্বান জানান, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আন্দোলন-সংগ্রাম করছে গণতন্ত্র প্রতিষ্ঠায়। সেখান থেকে যেনো বিএনপি পিছিয়ে না পড়ি।

Header Ad

সর্বশেষ সংবাদ

ভবিষ্যতে কেউ টাকা পাচার করলে ধরা পড়বে: অর্থ উপদেষ্টা
এখনই সন্তান নিতে চাননি কাঞ্চন, শোনেননি শ্রীময়ী
যত দ্রুত নির্বাচন, ততই জনগণের কল্যাণ: মির্জা ফখরুল
টিকটকার মুন্নি হত্যা: গণধর্ষণের পর হত্যার প্রকৃত রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২
আফ্রিদির বিয়ের পর দীঘি বললেন ‘আল্লাহ বাঁচিয়েছে’
জানা গেল পুরুষদের নিঃসন্তান থাকার পেছনে আসল কারণ
যেভাবে শাহরুখের দেখা পেলেন বাংলাদেশি ভক্ত
ইউটিউবারের কাছে হারলেন বক্সিং কিংবদন্তি মাইক টাইসন
উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগে আলোচনা হয়নি : সমাজকল্যাণ উপদেষ্টা
নবান্ন উৎসবে মুখরিত চারুকলা
পল্লবীতে ২ ছেলেকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা
বাড়ছে শীতের প্রকোপ, ১৫ ডিগ্রির ঘরে তাপমাত্রা
পরিচালকের নেশা মিশ্রিত চকোলেট খেয়ে বিপাকে অভিনেত্রী
ডেনমার্ককে খাদের কিনারায় রেখে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন
হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হচ্ছেন ক্যারোলিন লেভিট
ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা
সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম মারা গেছেন
আসছে আদর-বুবলীর ‘পিনিক’
ভারতের হাসপাতালে ভয়াবহ আগুন, ১০ শিশুর মৃত্যু
স্যামসন-তিলকের জোড়া সেঞ্চুরিতে সিরিজ জিতল ভারত