রবিবার, ৭ জুলাই ২০২৪ | ২৩ আষাঢ় ১৪৩১
Dhaka Prokash

সৌদিতে তেল-গ্যাসের আরও নতুন ৭ খনি আবিষ্কার

ছবি: সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং আর রুব আল খালি বা এম্পটি কোয়ার্টারে তেল ও গ্যাসের আরও ৭টি নতুন খনি খুঁজে পাওয়া গেছে। সোমবার (১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের জ্বালানিমন্ত্রী দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং এম্পটি কোয়ার্টারে সাতটি তেল ও গ্যাসের মজুদ আবিষ্কারের ঘোষণা দিয়েছেন বলে সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা সৌদি প্রেস এজেন্সি সোমবার জানিয়েছে।

যুবরাজ আবদুল আজিজ বিন সালমান বলেছেন, সৌদি আরামকো ‘দুটি অপ্রচলিত তেলক্ষেত্র, হালকা আরবীয় তেলের একটি আধার, দুটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং দুটি প্রাকৃতিক গ্যাসের আধার’ আবিষ্কার করেছে।

এর মধ্যে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে দুটি অপ্রচলিত তেলক্ষেত্র এবং একটি ভান্ডার আবিষ্কৃত হয়েছে। অন্যদিকে এম্পটি কোয়ার্টারে দুটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং দুটি ভান্ডার পাওয়া গেছে।

মূলত খনিজ তেলের বিপুল ভান্ডার রয়েছে সৌদি আরবে। তবে এর সঙ্গে সেখানে পাওয়া যায় অন্য খনিজ পদার্থও। এমনকি স্বর্ণের খনিও সৌদিতে নতুন নয়। গত বছরের ডিসেম্বরের শেষে দিকে মক্কা অঞ্চলে বিপুল সম্ভাবনাময় সোনার খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছিল দেশটি।

এসব খনিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বহু শিল্প গড়ে উঠেছে। এর আগে ২০২২ সালে মদিনা শহরে সোনা এবং তামার খনি আবিষ্কৃত হয়েছিল। বিশেষজ্ঞদের আশা, একের পর এক এই আবিষ্কারের ফলে সৌদির খনি শিল্পের চেহারা বদলে যেতে পারে।

এছাড়া সৌদির এসব খনি এবং তেল ও গ্যাসক্ষেত্র বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে বলে মনে করা হচ্ছে। ফলে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে কোটি কোটি ডলার বিদেশি বিনিয়োগ আসতে পারে।

Header Ad

টাইব্রেকারে সুইজারল্যান্ডের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে বাইসাইকেল কিকে দুর্দান্ত গোল করে ইংল্যান্ডের বিদায় ঠেকিয়ে দিয়েছিলেন জুড বেলিংহ্যাম। পরে হ্যারি কেনের গোলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় ইংলিশদের। তারকায় ঠাঁসা ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালেও পিছিয়ে পড়েছিল ব্রেল এমবোলোর গোলে।

নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে ইংলিশদের সমতায় ফেরান বুকায়ো সাকা। তবে এদিন শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ানো ম্যাচে পিকফোর্ড বীরত্বে সুইজারল্যান্ডকে হারিয়েছে ইংল্যান্ড।

শনিবার (৬ জুলাই) ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোল সমতায় শেষ করে দুইদল। ফলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়েও কোনো দলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়া গোলের দেখা না পেলে খেলা টাইব্রেকারে গড়ায়।

টাইব্রেকারে সুইজারল্যান্ডের প্রথম শট নিতে আসা মানুয়েল অকাঞ্জির শট ঠেকিয়ে দেন ইংলিশ গোলরক্ষক জর্দান পিকফোর্ড। ইংল্যান্ডের প্রত্যেক খেলোয়াড়ই বল লক্ষ্যে পাঠাতে সমর্থ হন। বড় টুর্নামেন্টে টাইব্রেকারে ১৪টি স্পটকিকের মুখোমুখি হয়ে এখন পর্যন্ত চারবার ঠেকিয়েছেন পিকফোর্ড। ১৯৯০ সাল থেকে শুরু করে ২০১২ সাল পর্যন্ত ইংল্যান্ডের বাকি গোলরক্ষকরা মিলে তার অর্ধেক শট ঠেকাতে পেরেছেন।

নির্ধারিত সময়ের ৭৫ মিনিটে ব্রেল এমবোলোর গোলে এগিয়ে গিয়েছিল সুইজারল্যান্ড। কিন্তু পাঁচ মিনিট পরেই ইংল্যান্ডকে সমতায় ফেরান বুকায়ো সাকা।

ইউরোর গত আসরের ফাইনালে টাইব্রেকারে ইতালির কাছে হেরেই শিরোপার স্বপ্ন ভেঙেছিল ইংল্যান্ডের। এদিন ইংল্যান্ডের হয়ে পঞ্চম শট নিতে আসা আলেক্সান্ডার আর্নল্ড বল জালে জড়াতেই উল্লাসে মাতে ইংলিশরা।

এদিন সাউথগেটের দল ফের ঘুমপাড়ানি ফুটবল উপহার দিয়েছে। তারকা সমৃদ্ধ ইংল্যান্ড প্রথমার্ধে কিছুটা ছন্দময় ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে স্বরূপে ফেরে। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে দুই দল মিলে মাত্র ৩টি শট অন টার্গেটে রাখতে সমর্থ হয়।

সব মিলিয়ে ১২০ মিনিটের খেলায় ইংল্যান্ড ১৩টি শট নিয়ে মাত্র ৩টি লক্ষ্যে রাখতে সমর্থ হয়। সুইজারল্যান্ডেরও ১১টি শটের ৩টি লক্ষ্যে থাকে।

ডুসেলডর্ফ অ্যারেনায় প্রথম ভালো সুযোগটা ইংল্যান্ডই পেয়েছিল। ম্যাচের ২১ মিনিট কর্নার থেকে আসা বলে হেড নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেন। কিন্তু সেই হেড লক্ষ্যে রাখতে পারেননি তিনি।

এই অর্ধের শেষ দিকে বক্সের ভেতর থেকে শট নিয়েছিলেন ইংল্যান্ডের কোবি মাইনু। কিন্তু সেই শট প্রতিহত করে সুইসদের রক্ষা করেন অধিনায়ক গ্রানিত জাকা।

দ্বিতীয়ার্ধে ভালো শুরু করে সুইজারল্যান্ড। ৫১ মিনিটে বক্সে ঢুকে কাছ থেকে শট নিয়েছিলেন এমবোলো। কিন্তু তার দুর্বল শট সোজা পিকফোর্ডের হাতে যায়। দুই দল মিলিয়ে এটিই লক্ষ্যে প্রথম শট ছিল।

ম্যাচের ৭৫ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে ডেডলক ভাঙে সুইসরা। ডান দিক থেকে ফাবিয়ান শার পাস বাড়ালে তাতে পা ছোঁয়ালেও দলকে বিপদমুক্ত করতে পারেননি ইংলিশ ডিফেন্ডার জন স্টোনস। দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান এমবোলো।

গোল হজম করে একসঙ্গে তিনজন খেলোয়াড়কে পরিবর্তন করেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। এরপরেই গোল শোধ করে দেয় তার দল। ৮০ মিনিটে ডেকলান রাইসের পাস ধরে কাট ইনসাইড করে বক্সের বাইরে থেকে বল জালে জড়ান আর্সেনাল তারকা বুকায়ো সাকা।

ইতালিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা সুইজারল্যান্ড যোগ করা সময়ে ভালো সুযোগ পেয়েছিল। কিন্তু কাজে লাগাতে পারেননি এমবোলো।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে রাইসের নেয়া ২৫ গজের দূরপাল্লার শট ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক ইয়ান সোমের। ১০২ মিনিটে বেলিংহ্যামকেও হতাশ করেন ইন্টার মিলানে খেলা এই গোলরক্ষক।

১১৩ মিনিটে ফাঁকায় বল পেয়েও উড়িয়ে মারেন সুইজারল্যান্ডের ডিফেন্ডার ফাবিয়ান শার। ১১৮ মিনিটে জর্দান শাকিরির কর্নার শট বারে লাগলে হতাশ হতে হয় সুইসদের।

টানা দুটি ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে পাঁচটি বড় আসরের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল সুইজারল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ড টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার থেকে একধাপ দূরে।

তুরস্ককে হারিয়ে ২০ বছর পর সেমিফাইনালে নেদারল্যান্ডস

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ফুটবল উপহার দেওয়া তুরস্ক কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষেও দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তরুণ তারকা আর্দা গুলেরের অসাধারণ অ্যাসিস্টে তুরস্ক এগিয়ে যায়। কিন্তু ভাগ্য তাদের সহায় হয়নি, মাত্র ৬ মিনিটের এক ঝড়ে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায় তুরস্কের।

শনিবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে নেদারল্যান্ডস। এদিন ৩৫ মিনিটে সামেত আকায়দিনের গোলে তুরস্ক প্রথমে এগিয়ে যায়। কিন্তু দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে স্তেফান ডি ভার্জের গোলে নেদারল্যান্ডস সমতায় ফেরে এবং ৭৬ মিনিটে মের্ত মাল্ডারের আত্মঘাতী গোলে এগিয়ে যায়। শেষ পর্যন্ত প্রাণপণে চেষ্টা করেও তুরস্ক এই গোল শোধ করতে পারেনি।

দীর্ঘ ১৬ বছর পর সেমিফাইনালের হাতছানি ছিল তুরস্কের সামনে। বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম ছিল তুর্কি সমর্থকদের দখলে। ঘরের মাঠের আবহে শুরু থেকেই তুর্কিরা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে এবং প্রথমার্ধে দারুণ এক গোল করে এগিয়ে যায়। আর্দা গুলেরের ক্রসে হেড করে দারুণ এক গোল করেছিলেন আকায়দিন। কিন্তু শেষ পর্যন্ত তার দল হেরে বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকেই।

দ্বিতীয়ার্ধে ডাচরা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। গোল শোধ করে চাপ বাড়াতে থাকে আরও। এরপর তুর্কি গোলরক্ষক ও ডিফেন্ডার মের্ত মাল্ডারের ভুল বোঝাবুঝিতে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ডাচরা। সেই ব্যবধান ধরে রেখেই দীর্ঘ ২০ বছর পর সেমিফাইনালে জায়গা করে নিয়েছে রোনাল্ড কোএমানের শিষ্যরা। এর আগে ২০০৪ সালে শেষবার ইউরোর সেমিফাইনালে খেলেছিল ডাচরা।

নওগাঁর আত্রাইয়ে একাধিক স্থানে বাঁধ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

ছবি: ঢাকাপ্রকাশ

গত কয়েক দিনের একটানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে বাড়ছে নওগাঁর আত্রাই ও গুড় নদীর পানি। জেলার আত্রাই উপজেলার একাধিক স্থানে বাঁধ ধসে গিয়েছে। এসব বাঁধ দিয়ে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শনিবার ( ৬ জুলাই) বিকেলে আত্রাই, যমুনা ও গুড় নদীর পানি বাড়তে থাকায় নদী তিনটির ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. ওমর ফারুক সুমন। ধসে যাওয়া স্থানগুলো পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত মেরামতের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি।

সংসদ সদস্য এড. ওমর ফারুক সুমন সাংবাদিকদের বলেন, বন্যা মোকাবেলায় সবধরণের আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে কাজ করার জন্য নওগাঁ পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ নেওয়া হয়েছে। বন্যা মোকাবেলায় পাউবোর পাশাপাশি কাজ করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর। এছাড়া সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও নেতা কর্মী তাদের সাথে রয়েছেন।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ভোঁপাড়া ইউনিয়ন চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেন্টুসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নদীপাড়ের বাসিন্দাদের দাবি, গত বছরের বন্যায় ভেঙে যাওয়া স্থান গুলো মেরামত করা হয়। নদীর পানি বিপৎসীমা অতিক্রম করলে ভাঙা এসব স্থান পুনরায় ভেঙ্গে গিয়ে পানি অনায়াসে লোকালয়ে প্রবেশ করবে। ফলে পানিবন্দি হয়ে পড়বে অন্তত কয়েক হাজার পরিবার।

সর্বশেষ সংবাদ

টাইব্রেকারে সুইজারল্যান্ডের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে ইংল্যান্ড
তুরস্ককে হারিয়ে ২০ বছর পর সেমিফাইনালে নেদারল্যান্ডস
নওগাঁর আত্রাইয়ে একাধিক স্থানে বাঁধ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন
বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হারাল জিম্বাবুয়ে
১৭ জুলাই পবিত্র আশুরা
মেসির চোখে বিশ্বের সেরা গোলরক্ষক মার্তিনেজ
শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, কাল থেকে ‘বাংলা ব্লকড’
শাকিব খানের পারিশ্রমিক এখন ২ কোটি !
রূপগঞ্জে বেনজীরের ডুপ্লেক্স বাংলো বাড়ি জব্দ, ঝুলানো হলো বিজ্ঞপ্তি
ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দায়িত্ব পেলেন তিন আর্জেন্টাইন রেফারি
বিরামপুরে পিকআপ ভ্যানের চাপায় বৃদ্ধ নিহত
চুরি করে রাস্তা খনন করছে ওয়াসা ও তিতাস: মেয়র তাপস
কোটা ও পেনশন স্কিম বাতিলের আন্দোলনে বিএনপির সমর্থন আছে: মির্জা ফখরুল
হাসপাতালে গেলেই লোকে ভাবছে আমি অন্তঃসত্ত্বা: সোনাক্ষী সিনহা
ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, আর চীন উন্নয়নের: ওবায়দুল কাদের
ক্যান্সার প্রতিরোধে বিশেষ কার্যকরী লিচুর মতো দেখতে এই ফল!
কোটা বাতিলের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট
পবিত্র আশুরা কবে, জানা যাবে সন্ধ্যায়
গাইবান্ধায় বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানিবন্দি ৫০ হাজার মানুষ
চোখের সামনে বিস্ফোরণ, অন্ধ হতে পারতেন কার্তিক আরিয়ান!