পায়ুপথে স্বর্ণ পাচারের অভিযোগে বিমানবালা গ্রেফতার
ছবি: সংগৃহীত
পায়ুপথে স্বর্ণ পাচারের অভিযোগে এক বিমানবালাকে গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (২৮ মে) ভারতের কেরালার কান্নুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এ ঘটনা ঘটেছে।
অভিযুক্ত ওই নারীর নাম, সুরভী খাতুন। তিনি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে বিমানবালা হিসেবে কর্মরত ছিলেন। তিনি কলকাতার বাসিন্দা বলে জানা গেছে।
দেশটির ডিরেক্টোরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরাই) জানায়, ওই নারী ওমানের রাজধানী মাস্কাট ফেরত একটি ফ্লাইটে কান্নুর এয়ারপোর্টে পৌঁছলে তাকে দেখে সন্দেহ হয়, এরপর তার পায়ুপথ থেকে ৯৬০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।
কর্তৃপক্ষ আরও জানায়, ঘটনার পর বিমানবালাকে জিজ্ঞাসাবাদের পর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে তোলা হয়। সেখানে তাকে ১৪ দিনের কারাদণ্ড প্রদান করেন বিচারক। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা নিয়েও চলছে তদন্ত।