ক্যান্সারে আক্রান্ত ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন
কেট মিডলটন। ছবি: সংগৃহীত
ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। এক ভিডিও বার্তায় কেট নিজেই এ তথ্য জানিয়েছেন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার এক ভিডিও বিবৃতিতে ক্যাথরিন বলেছেন, অবিশ্বাস্য কঠিন কয়েকটি মাস পার করার পর এটি তার কাছে ছিল একটি ‘বিশাল ধাক্কা’। সেই সঙ্গে একটি ইতিবাচক বার্তাও দিয়েছেন ক্যাথরিন। বলেছেন, আমি ভালো আছি এবং প্রতিদিন আরও শক্তি পাচ্ছি।
৪২ বছর বয়সী কেটের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনা বড় ধরনের দুঃসংবাদ। ব্রিটিশ রাজপরিবারে রাজা চার্লসও ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা চলছে। শুক্রবারের ঘোষণার আগে রাজা এবং রানিকে ক্যাথরিনের স্বাস্থ্যের খবর জানানো হয়েছিল।
গত জানুয়ারি মাসে দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কেট। সে সময় ব্রিটিশ রাজপরিবারের কার্যালয় থেকে জানানো হয়, তার অস্ত্রোপচার সফল হয়েছে। তবে সে সময় ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়ে কিছুজানানো হয়নি। অবশ্য ক্যান্সারের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
কেনসিংটন প্যালেস থেকে বলা হয়েছে, ক্যাথরিন ক্যান্সার থেকে সম্পূর্ণসুস্থ হবেন এটি নিশ্চিত। ক্যাথরিনের বিবৃতিতে বলা হয়েছে, গত জানুয়ারিতে যখন তার পেটে অস্ত্রোপচার হয়েছিল। তখন ক্যান্সার ধরা পড়েনি। তবে অপারেশনের পর পরীক্ষায় ক্যান্সার ধরা পড়ে। তার মেডিকেল টিম তাই পরামর্শদিয়েছে যে, তাকে প্রতিরোধমূলক কেমোথেরাপির কোর্সকরানো উচিত এবং তিনি এখন সেই চিকিৎসার প্রাথমিক পর্যায়ে আছেন।
গত ফেব্রুয়ারির শেষের দিকে তার কেমোথেরাপি শুরু হয়েছে। প্রাসাদ থেকে বলা হয়েছে, ক্যান্সারের ধরন ও চিকিৎসার মতো ব্যক্তিগত বিষয় প্রকাশ করা হবে না। ক্যাথরিন বলেছেন, তিনি এই মুহূর্তেক্যান্সার আক্রান্ত সবার কথা ভাবছেন। তিনি বলেন, এই রোগে আক্রান্ত প্রত্যেকের জন্য পরামর্শ, পরিস্থিতি যাই হোক না কেন, দয়া করে বিশ্বাস বা আশা হারাবেন না। আপনি একা নন।