এখনো শারীরিকভাবে সক্ষম ৮১ বছর বয়সী বাইডেন
ছবি: সংগৃহীত
বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স ৮১ বছর। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনেও লড়বেন এই ডেমোক্র্যাটিক নেতা। কিন্তু বয়স বেশি হওয়ার কারণে নানা সময়ে বাইডেনের শারীরিক সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিরোধী দলীয় নেতারা। তবে চিকিৎসকরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য বাইডেন শারীরিকভাবে সক্ষম ও উপযুক্ত।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।
মার্কিন চিকিৎসকদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য বাইডেন উপযুক্ত এবং তার বার্ষিক মেডিকেল পরীক্ষায় কোনো নতুন উদ্বেগ শনাক্ত করা যায়নি।
এর আগে বাইডেন বার্ষিক মেডিক্যাল টেস্টের জন্য ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে গিয়ে আড়াই ঘণ্টা ছিলেন। তার বিভিন্ন পরীক্ষা করা হয়।
মার্কিন চিকিৎসক কেভিন ও'কোনার জানিয়েছেন, বাইডেন ভালো আছেন। তার শরীর নিয়ে নতুন করে উদ্বেগের কোনো কারণ ঘটেনি। তিনি সক্রিয় ও শক্তসমর্থ আছেন। তিনি সফলভাবে নিজের দায়িত্ব পালন করছেন।
চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনেও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাইডেন। আর তাই নির্বাচনের আগে বাইডেন স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার অধীনে রয়েছেন। এরই অংশ হিসেবে বুধবার ডেমোক্র্যাট এই প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।