বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ | ৯ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

১৮ মাস পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট ভারতীয় গুপ্তচরকে ছেড়ে দিলো কাতার

ছবি: সংগৃহীত

ইসরায়েলের হয়ে গুপ্তচরগিরি করার দায়ে গত বছরের অক্টোবরে ভারতীয় নৌবাহিনীর সাবেক আট কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশ কাতার। গত বছরের শেষ দিকে তাদের সাজার মেয়াদ কমিয়েছিল দেশটি। তবে ব্যাপক কূটনৈতিক তৎপরতায় অবশেষে ভারতের নৌবাহিনীর সাবেক সদস্যদের ছেড়ে দিয়েছে কাতার। এরমধ্যে ৭ জন ইতোমধ্যে নিজ দেশে ফিরেছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কাতারে বন্দি আট ভারতীয়র ফিরে আসার বিষয়টিকে স্বাগত জানাচ্ছে ভারত সরকার। তারা দাহরা গ্লোবাল কোম্পানির হয়ে কাজ করতেন। আটজনের মধ্যে সাতজন ইতোমধ্যে ভারতে ফিরে এসেছেন। এসব ভারতীয়দের মুক্তি দেওয়ার যে সিদ্ধান্ত কাতারের আমির নিয়েছিলেন। আমরা সেটিকে স্বাগত জানাই।

মুক্তি পাওয়া ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তারা হলেন- ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ট, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা, কমান্ডার সুগুনাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্ত, কমান্ডার অমিত নাগপাল এবং নাবিক রাগেশ।

ভারতীয় নৌবাহিনীর সাবেক এসব কর্মকর্তা দেহরা গ্লোবাল নামের এ বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাতারের নৌবাহিনীর হয়ে কাজ করতেন। সেখানে কাজ করার সময় এসব কর্মকর্তা ইসরায়েলের কাছে গোপন তথ্য পাচার করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের ২০২২ সালের আগস্টে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই তারা কারাগারে বন্দি ছিলেন।

গত বছরের অক্টোবরে এই ৮ ভারতীয়কে গুপ্তচরবৃত্তির জন্য মৃত্যুদণ্ড দিয়েছিলেন কাতারের একটি আদালত। এরপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসব কর্মকর্তাকে ছাড়িয়ে নিতে কূটনৈতিক তৎপরতা শুরু করে ভারত। পরে বছরের শেষ দিকে তাদের মৃত্যুদণ্ড স্থগিত করা হয়। সবশেষ ভারতের ব্যাপক কূটনৈতিক তৎপরতায় তাদের সবাইকে ছেড়ে দিলো মধ্যপ্রাচ্যের দেশটি।

Header Ad
Header Ad

ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে

ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে। ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের শেষের দিকে বা ২৬ সালের শুরুতে অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে ব্যালটের মাধ্যমে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

ইসি মাছউদ বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন। এ বিষয়ে যারা তথ্য সংগ্রহ করছেন, তাদেরকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, এতে মানুষ সেবা নিতে পারছে না। তাই এ বিষয়ে সবার সহযোগিতা দরকার।’

তিনি আরও বলেন, ‌‌‘সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। বর্তমানে আমাদের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের ওপর।'

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ নির্বাচনের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।

সভায় পটুয়াখালী জেলার সব উপজেলার নির্বাচন কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে মাদক কারবারি আনোয়ারের স্ত্রীকে গ্রেফতার, স্বামী পলাতক

ছবি : ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের ভূঞাপুরে জনতার ধাওয়া খেয়ে চোলাই মদ অটোরিকশাতে ফেলে রেখে পালিয়ে যাওয়ার একদিনের মধ্যে মাদক কারবারি আনোয়ার হোসেনের স্ত্রী খালেদা বেগমকে (৪০) গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে তাকে টাঙ্গাইল আদালত প্রেরণ করা হয়েছে। এরআগে গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তবে তার স্বামী আনোয়ার এখনো পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেফতারকৃত মাদক কারবারি খালেদা বেগম ও পলাতক তার স্বামী আনোয়ার হোসেন উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ স্থানীয়তের বরাতে জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক কারবারি সঙ্গে জড়িত।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান- মাদক, জুয়া, বাল্য বিয়ে ও ইভটিজিং রোধে আমরা জিহাদ ঘোষণা করেছি। তারইধাহিকতায় গত বুধবার সকালে চিতুলিয়াপাড়া এলাকায় স্থানীয় জনতা উদ্বুদ্ধ হয়ে ৩০ লিটার মদ উদ্ধার করে। এ ঘটনায় মাদক কারবারি খালেদা ও তার স্বামী আনোয়ার পালিয়ে যায়। পুড়িয়ে দেয় অটোরিকশা।

তিনি আরও জানান, এরপর ঘটনার দিন বুধবার রাতে অভিযান চালিয়ে মাদক কারবারি খালেদাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়। এছাড়া তার স্বামীকেও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বুধবার ২২ জানুয়ারি সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া গ্রামের একটি মসজিদের সামনে থেকে অটোরিকশা থেকে ১০ ব্যাগ চোলাই মদ উদ্ধার করে জনতা। পরে মাদক কারবারি স্বামী-স্ত্রী পালিয়ে যায় এবং অটোরিকশা আগুনে পুড়িয়ে দেন বিক্ষুব্ধ জনতা।

এ ঘটনায় স্থানীয়রা ভূঞাপুর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে জনতার হাতে উদ্ধার ৩০ লিটার দেশিয় বাংলা চোলাই মদ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাদেরকে গ্রেফতার করার জন্য অভিযান চালায় পুলিশ।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, লেবু বাগানে মিলল মরদেহ

নিহত আব্দুস সালাম। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে আব্দুস সালাম (৪৮) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের তার বাড়ির পাশের একটি লেবু বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার (২২ জানুয়ারি) রাতে কোনো এক সময়ে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালাম মিয়া একই এলাকার মৃত আমীর আলীর ছেলে। তিনি হাসানগঞ্জ চকচকিয়া বাজারে একটি মুদির দোকান করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালাম মিয়া গত বুধবার রাতে তার দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে বাড়ি যান। পরে তিনি বাড়ি না আসায় তার স্বজনরা রাতভর খোঁজাখুঁজি করে। একপর্যায়ে বৃহস্পতিবার সকালে তার বাড়ির পাশের লেবুর বাগানে গলা কাটা লাশ দেখতে পায় স্বজনরা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সালামের স্ত্রী বাছাতন বেগম বলেন, আমার স্বামী তার দোকান বন্ধ করে বাড়ি না ফেরায় আমরা তাকে সারারাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোথাও পাইনি। পরদিন বৃহস্পতিবার সকালে লেবুবাগানে তার লাশ পাওয়া যায়।

মেয়ে ফাতেমা আক্তার বলেন, আমার বাবার কোনো শত্রু ছিল না। যারা আমার সহজ-সরল বাবাকে নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে আমি তাদের বিচার চাই।

এ ব্যাপারে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুত রহস্য দ্রুত উদ্‌ঘাটন করে আসামিদের গ্রেফতার করা হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে
টাঙ্গাইলে মাদক কারবারি আনোয়ারের স্ত্রীকে গ্রেফতার, স্বামী পলাতক
টাঙ্গাইলে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, লেবু বাগানে মিলল মরদেহ
শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই পাওয়া যাচ্ছে খোলাবাজারে!
ফেব্রুয়ারিতে বিজিবি-বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠক  
ইবিতে বাস ভাঙচুরে বাধা দেওয়ায় শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয়কদের হাতাহাতি
হলিউডে অভিনয় করার বিষয়ে যা বললেন জায়েদ খান
১৬ বছর পর কারামুক্ত বিডিআরের ১৬৮ সদস্য
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মশিউর গ্রেপ্তার
এবার ইলিয়াসের লাইভে আসছেন কর্নেল রাশেদ চৌধুরী, জানাবেন অজানা তথ্য
অন্তর্বর্তী সরকারের সংস্কার ১০ বছরেও শেষ হবেনা: মির্জা ফখরুল
ভারতে স্ত্রীকে হত্যার পর প্রেসার কুকারে রান্না করলেন সাবেক সৈনিক
ফিদা হুসেনের চিত্রকর্ম জব্দের নির্দেশ  
মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশি গ্রেপ্তার  
রমজানের খেজুর ও ছোলা কিনতে হিমশিম খেতে পারে সাধারণ মানুষ  
চুরির টাকা ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা  
পণ্যের দাম বাড়লে অধিকাংশ মানুষ ধরে নেয়, দেশটা ভালো নেই: হাসনাত  
ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে: জয়শঙ্কর  
এবার মালয়েশিয়ার নম্বর থেকে আসলো হুমকি বার্তা  
ইডেনে অভিষেক শর্মার তাণ্ডব: ৭৭ বল বাকি থাকতে ভারতের দাপুটে জয়