বুর্জ খলিফাকেও ছাপিয়ে যাবে যে ভবন
ছবি: সংগৃহীত
বিশ্বের সবচেয়ে উঁচু ভবন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের “বুর্জ খলিফা”। ২,৭১৭ ফুট উচ্চতার এই ভবনটি এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ এবং এক বিস্ময়ের নাম।
২০০৪ সালে নির্মাণ শুরু হওয়া ভবনটির কাজ শেষ হয় ২০১০ সালে। এরপর থেকেই দুবাইয়ের ভবনটি হয়ে ওঠে আকর্ষণের কেন্দ্রবিন্দু। মূলত তেলের ওপর নির্ভরশীল অর্থনীতিকে ব্যবসা ও পর্যটনে ছড়িয়ে দেওয়ার কৌশলের অংশ ছিল এই ভবন নির্মাণ।
এবার জানা যাচ্ছে, বুর্জ খলিফা আর সবচেয়ে উচ্চতার ভবনের তকমা ধরে রাখতে পারছে না। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস বলছে, সৌদি আরবে নির্মাণাধীন একটি ভবন উচ্চতায় ছাপিয়ে যেতে পারে বুর্জ খলিফাকেও।
ভবনটির নাম জেদ্দা টাওয়ার। তার ডাকা হচ্ছে কিংডম টাওয়ার নামেও। এই টাওয়ারটির উচ্চতা এক হাজার মিটার (৩,২৮১ ফুট)।
জেদ্দা টাওয়ারে একদিকে যেমন বিলাসবহুল আবাসিক ভবন থাকবে, তেমনই অফিস স্পেস, সার্ভিস অ্যাপার্টমেন্টসহ নানা সুযোগ-সংবলিত একাধিক অংশ থাকবে।
উত্তর জেদ্দার কেন্দ্রস্থলে দুই হাজার কোটি ডলারের মেগা-প্রকল্পের অংশ হিসেবে এই প্রকল্পের বাস্তবায়ন শুরু হয় ২০১৬ সালে। কাজ শেষ হলে এটিই হবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন।