হামাস ও পুতিন একই রকম, কাউকে জিততে দেব না: বাইডেন

ছবি সংগৃহিত
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জিততে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। অতীতের যেকোনও সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র এখন আরও বেশি শক্তিশালী বলেও মন্তব্য করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ও ইসরায়েলের ওপর হামাসের আক্রমণ ‘একই রকম’ উল্লেখ করে বলেন, ‘উভয়ই প্রতিবেশী দেশের গণতন্ত্রকে নিশ্চিহ্ন করতে চায়; কাউকেই জিততে দেয়া হবে না।’
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন। গুরুত্বপূর্ণ এই ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিভিন্ন বিষয়ের পাশাপাশি ইসরায়েল এবং ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন নিয়েও কথা বলেন।
ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের জেরে বুধবার ইসয়ায়েল সফর করেন বাইডেন।
সেখান থেকে ফিরে তিনি বলেন, ‘আমরা হামাসের মতো সন্ত্রাসী ও পুতিনের মতো স্বৈরাচারী শাসককে জিততে দিতে পারি না।’
বাইডেন আরও বলেন, ‘হামাস ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিন্ন হুমকি দিয়ে বেড়াচ্ছে, কিন্তু উভয়ের সাধারণ হুমকি হলো, প্রতিবেশীর গণতন্ত্রকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দেয়া।’ তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কাছে ইসরায়েল ও ইউক্রেনের জন্য বিলিয়ন ডলার চাইবেন বলেও জানান বাইডেন।
১৫ মিনিটের এ ভাষণে বাইডেন ইসরায়েলি নেতাদের ৯/১১ হামলায় যুক্তরাষ্ট্রের ভুল থেকে শিক্ষা নেয়ার ও ‘ক্রোধে অন্ধ’ না হতে আহ্বান জানান।
ইসরায়েল সফর শেষে জর্ডানে গিয়ে বাদশাহ আবদুল্লাহ, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের কথা থাকলেও, মঙ্গলবার গাজার হাসপাতালে বোমা হামলার জেরে পূর্বনির্ধারিত এ বৈঠক বাতিল করা হয়।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের অতর্কিত হামলার জবাবে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। পানি, খাবার, জ্বালানি, ওষুধ ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে দেশটি।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই সব ধরনের ইসলামফোবিয়া বা ইসলাম-বিদ্বেষ এবং ইহুদি বিদ্বেষ প্রত্যাখ্যান করতে হবে। তিনি মুসলিম এবং ইহুদি আমেরিকানদের উদ্দেশে বলেন, ‘আপনারা সবাই আমেরিকান।’
তিনি বলেন, ‘আমাদের সকলেরই বিতর্ক ও মতবিরোধ করার অধিকার আছে। তবে আমেরিকানদের অবশ্যই হিংসা ও বিদ্বেষ ত্যাগ করতে হবে এবং একে অপরকে সহযোগী আমেরিকান হিসাবে দেখতে হবে। মুসলিম, ইহুদি বা যে কারও বিরুদ্ধেই হোক না কেন আমরা সব ধরনের ঘৃণা প্রত্যাখ্যান করি।’
বাইডেনের ভাষায়, ‘বিশ্বের মহান জাতিগুলো ঠিক এটাই করে এবং আমরা একটি মহান জাতি।’
