আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জুন) সকালের দিকে বাদাখশান প্রদেশের ফৈজাবাদে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর রয়টার্সের
চলতি সপ্তাহের শুরুর দিকে বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নর মৌলভী নিসার আহমদ আহমাদি বোমা হামলায় নিহত হন। তার শোক প্রার্থনার আয়োজনকে লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটনো হয়েছে।
স্থানীয়রা বলছেন, প্রদেশের ফৈজাবাদে হেসা-ই-আউয়াল এলাকার নবাবী মসজিদে বিস্ফোরণ ঘটেছে। এটি চীন ও তাজিকিস্তান সীমান্তঘেঁষা একটি প্রদেশ।
স্থানীয় সম্প্রচারকারী টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, একটি স্থানীয় হাসপাতাল প্রশাসন হতাহতের পরিসংখ্যান নিশ্চিত করে জানিয়েছে, হতাহতদের মধ্যে অধিকাংশকে স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
এর আগে গেল মঙ্গলবার বাদাখশানের ডেপুটি গভর্নর মৌলভী নিসার আহমদ আহমাদি গাড়ি বোমা হামলায় মারা যান। তাকে হত্যার দায় স্বীকার করে ইসলামিক স্টেটসের জঙ্গিরা।
বিস্ফোরণের পর ইসলামিক স্টেটসের বিরুদ্ধে অভিযান শুরু করেছে তালেবান প্রশাসন। এর আগেও দেশটির বড় বড় শহরে হামলায় দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠীটি।