পিটিআই নেতারা 'ভণ্ড': পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতি
পাকিস্তানের ইতিহাসে ২০২৩ সালের ৯ মে তারিখটি একটি অন্ধকার অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে বলে বিরল এক বিবৃতি দিয়েছে দেশটির সেনাবাহিনী।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার ও এর প্রেক্ষিতে দেশজুড়ে শুরু হওয়া তাণ্ডব সম্পর্কে বুধবার (১০ মে) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ বিবৃতি দেয়।
ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরোর (এনএবি) নির্দেশে ইসলামাবাদ হাইকোর্ট থেকে পিটিআই প্রধানের গ্রেপ্তারকে একটি 'সুচিন্তিত পরিকল্পনা' উল্লেখ করে পাকিস্তান আইএসপিআর তাদের বিবৃতিতে বলে, আমরা লক্ষ্য করেছি এ পরিকল্পনায় সেনাবাহিনীকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
বিবৃতি বলা হয়, ইমরানকে গ্রেপ্তারের পরপরই সেনাবাহিনীর সম্পত্তি ও স্থাপনায় সংগঠিত আক্রমণ চালানো হয়েছিল এবং সেনাবাহিনী বিরোধী স্লোগান দেওয়া হয়েছিল।
পিটিআই নেতাদের ভণ্ড আখ্যায়িত করে আইএসপিআর বলছে, একদিকে তারা সেনাবাহিনীর বিরুদ্ধে যেতে কর্মীদের উসকানি দিচ্ছে অপরদিকে সেনাবাহিনীর প্রশংসা করছে যাতে তাদের কৃতকর্ম ঢাকা পড়ে যায়।
বিবৃতিতে আরও বলা হয়, একদিকে এই অপশক্তিগুলো তাদের অপ উদ্দেশ্য বাস্তবায়ন করতে জনগণের আবেগকে জোরালোভাবে নাড়া দেয় আবার অন্যদিকে জনগণের চোখে ধুলো দিতে দেশের জন্য সেনাবাহিনীর গুরুত্ব তুলে ধরতে ক্লান্ত হয় না। এটা ভন্ডামির উদাহরণ।
এসকল অপচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে সেনাবাহিনী বিবৃতি দিয়ে বলেছে, সকল আইন প্রয়োগকারী সংস্থা, সামরিক ও রাষ্ট্রীয় স্থাপনা ও সম্পত্তিসহ সেনাবাহিনীর উপর যেকোনও আক্রমণকারী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়া হবে। যারা বারবার আক্রমণ করেছে এবং পাকিস্তানকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়।
এর আগে, মঙ্গলবার (৯ মে) দুপুরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করে এনএবি। আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে ইসলামাবাদ হাইকোর্টের ভেতর থেকে তুলে নেয় রেঞ্জার্স সদস্যরা। ইমরান খানকে গ্রেপ্তার করার পর পাকিস্তানের বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
এনএবি এর কৌঁসুলি ইমরানের ১৪ দিনের রিমান্ড আবেদন করলে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তী শুনানির জন্য ১৭ মে তারিখে ইমরানকে আদালতে হাজির করতে এনএবি-কে নির্দেশ দিয়েছেন আদালত।
এরই মাঝে সেনাবাহিনীর এমন বিবৃতি দেশটিকে আরও অস্থিশীল করে তুলবে বলে শঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।
/এএস