ইমরান খান গ্রেপ্তার: পাঞ্জাবে সেনা মোতায়েন, খাইবারের অনুরোধ
পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী মোতায়েন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে সশস্ত্র বাহিনী মোতায়েনের জন্য কেন্দ্রীয় সরকারের নিকট আবেদন করেছে খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক সরকার।
বুধবার (১০ মে) পাঞ্জাব সরকারের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী আমির মীর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত একটি আদেশ অনুসারে, সেনাবাহিনীকে সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে এবং পাঞ্জাব প্রদেশ জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য বেসামরিক ক্ষমতার সহায়তায় পাকিস্তান সেনাবাহিনীর সৈন্য মোতায়েনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে আরও বলা হয়েছে, সেনা মোতায়েনের বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত প্রাদেশিক সরকার নিবে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে মোতায়েনকৃত সেনা সদস্যদের প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে, মঙ্গলবার (৯ মে) দুপুরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করে এনএবি। আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে ইসলামাবাদ হাইকোর্টের ভেতর থেকে তুলে নেয় রেঞ্জার্স সদস্যরা। ইমরান খানকে গ্রেপ্তার করার পর পাকিস্তানের বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
/এএস