সন্ত্রাসীদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর ৫ সদস্য নিহত
ভারতের জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্ত্রাসী হামলায় দেশটির পাঁচ সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এ হামলায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য এ হামলা চালায় সন্ত্রাসীরা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, কাশ্মীরের ভীমবের গলি থেকে পুঞ্চের দিকে পাহাড়ি রাস্তায় যাচ্ছিল আর্মির ট্রাক। ওই সময় সশস্ত্র সন্ত্রাসীরা গ্রেনেড হামলা চালায়। এ ঘটনার পর সন্ত্রাসীদের খোঁজে ওই এলাকায় ব্যাপক তল্লাশি চলছে।
প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর গাড়িটিতে চারদিক থেকে অন্তত দুই ডজন গুলি চালানো হয়। এর মানে, হামলায় কয়েকজন সন্ত্রাসী অংশ নিয়েছিল। হতাহতরা সবাই ভারতের রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের সদস্য এবং তারা সন্ত্রাসবিরোধী অভিযানে নিয়োজিত ছিলেন।
ভারতীয় সেনাবাহিনী বলেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সেনাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায় এবং পরে সম্ভবত গ্রেনেড হামলার কারণে গাড়িতে আগুন ধরে যায়।
পুলিশের দাবি, হামলাকারীরা এখনো পলাতক এবং তারা পাকিস্তানের নাগরিক। তাদের ধরতে এলাকাজুড়ে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।
তদন্তে যোগ দিচ্ছে ভারতের জাতীয় তদন্ত সংস্থাও (এনআইএ)। তাদের একটি বিশেষ দল এরই মধ্যে কাশ্মীরের উদ্দেশে রওনা হয়েছে।
এসএন