যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডব, নিহত বেড়ে ২৬
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমাঞ্চলের কিছু অংশে ধারাবাহিক টর্নেডোর আঘাতে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বহু মানুষ।
শক্তিশালী কয়েকটি টর্নেডো শুক্রবার (৩১ মার্চ) রাতে যুক্তরাষ্ট্রের অন্তত আট রাজ্যে তাণ্ডব চালায়। খবর আল-জাজিরার।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার যুক্তরাষ্ট্রের অন্তত আটটি রাজ্যে শক্তিশালী টর্নেডো আঘাত হানে। এতে করে ঘরবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। দক্ষিণ সমতল রাজ্যগুলিতে দাবানল এবং মধ্য-পশ্চিমের উপরের তুষারঝড়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
নিহতদের মধ্যে টেনেসি রাজ্যের সাত জন, প্রতিবেশী আরকানসাসে পাঁচজন এবং ইলিনয় রাজ্যে চারজন রয়েছে। ইন্ডিয়ানা, আলাবামা এবং মিসিসিপি রাজ্যে অন্যান্য মৃত্যুর খবর পাওয়া গেছে।
আরকানসাসের গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স জানিয়েছেন, টর্নেডোতে আরকানসাসের মধ্যবর্তী অঞ্চলে ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়েছে। রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন তিনি। সেই সঙ্গে তিনি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য ন্যাশনাল গার্ড বাহিনীকেও মাঠে নামার নির্দেশ দিয়েছেন।
অ্যাডামসভিল শহরের পুলিশ বিভাগ ফেসবুকে এক বিবৃতিতে লিখেছে, টর্নেডোতে আমাদের এখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা চরম বিপর্যয়কর।
টর্নেডোর তাণ্ডবের পর পরই পুনরুদ্ধারের কাজ শুরু করেছে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর প্রশাসন। শ্রমিকরা চেইনসো ব্যবহার করে পড়ে যাওয়া গাছ কাটা এবং বুলডোজার দিয়ে ভাঙা কাঠামো থেকে উপাদান সরানো শুরু করেছে।
আরএ/