ইসলামাবাদে বন্দুকযুদ্ধে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বন্দুকযুদ্ধে এক পুলিশ কর্মকর্তা এবং দুই হামলাকারী নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির খবরে জানিয়েছেন কর্মকর্তারা।
সোমবার (১৭ জানুয়ারি) রাতে ইসলামাবাদে একটি পুলিশ ফাঁড়িকে লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেল আরোহী দুই বন্দুকধারী। এতে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত এ হামলার দায়িত্ব স্বীকার করেনি কোনো গ্রুপ ।
ঘটনার পর পুলিশের এক বিবৃতিতে বলা হয়, 'এতে এক পুলিশ কর্মকর্তা নিহত এবং আরো দুজন আহত হন। এ সময় পাল্টা হামলায় উভয় হামলাকারী প্রাণ হারান।'
বিবৃতিতে আরো বলা হয়, কঠোর নিরাপত্তা বেষ্টিত রাজধানীতে নিরাপত্তা লঙ্ঘনের এমন বিরল ঘটনার ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। দেশটির রাজধানীতে অনেক দেশের দূতাবাস ভবন রয়েছে।
এদিকে ইসলামাবাদের এক সিনিয়র পুলিশ কর্মকর্তা এএফপি’কে বলেন, এটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল।
উল্লেখ্য, গত বছর আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসে তালেবান গ্রুপ। এরপর থেকে পাকিস্তানে ফের মাথা চাড়া দিয়ে ওঠা তালেবানের বিরুদ্ধে লড়াই করছে ইসলামাবাদ।
এসআইএইচ/