শ্রীলঙ্কার ৪৫ শতাংশ পাঠ্যপুস্তকের খরচ দিয়েছে ভারত
ভারতের কাছ থেকে ১ কোটি মার্কিন ডলার সহযোগিতা নিয়ে মোট ১ বিলিয়ন পাঠ্যপুস্তক প্রিন্ট করেছে শ্রীলঙ্কা। এই বইগুলো তাদের ৪০ লাখ কিশোর-কিশোরী শিক্ষার্থীদের বিদ্যালয়ের পাঠ্যপুস্তকের চাহিদা মেটাবে। ফলে প্রায় অর্ধেক শিক্ষার্থীর হাতেই বিদ্যালয়ের বইগুলো তুলে দেওয়া সম্ভব হয়েছে। এই তথ্যগুলো জানিয়েছে শ্রীলঙ্কা ভারতের দূতাবাস।
গত বছর শ্রীলঙ্কার সঙ্গে অর্থনৈতিক সংকটে সহায়তা করতে চুক্তি অনুসারে ১ বিলিয়ন মার্কিন ডলার দেবার ঘোষণা করেছিল ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী গত বছর বলেছেন, ‘শ্রীলঙ্কার জনগণকে সাহায্য করতে সবসময় উঠে দাঁড়িয়েছে ভারত ও দেশটিকে সম্ভাব্য সবভাবে সাহায্য অব্যাহত রাখা প্রসারিত করবে।’
২০২২ সালের মার্চে ভারত ও শ্রীলঙ্কা সরকারের মধ্যে উপরোল্লেখিত চুক্তিটি হয়েছিল। এই চুক্তির মাধ্যমে ১০ মিলিয়ন মার্কিন ডলার ভারত তার দেশ থেকে ছাপা কাগজের খাতেও প্রদান করেছে।
এর ফলে শ্রীলঙ্কার ৪৫ শতাংশ শিক্ষার্থীকে ২০২৩ সালের শিক্ষাবছরে তাদের প্রয়োজনীয় বিদ্যালয় পাঠ্যপুস্তকগুলো প্রদান করা সম্ভব হয়েছে, একটি বিবৃতিতে উল্লেখ করেছে ভারত সরকার। ভারত ও শ্রীলঙ্কার এই চুক্তিগুলো ‘প্রতিবেশী প্রথম’ নীতিতে পরিচালিত ও সম্পাদিত।
শ্রীলঙ্কা তাদের দেশের ইতিহাসে এই প্রথম অর্থনৈতিক চরম সংকটে দেউলিয়া হয়ে গিয়েছিল।
ওএফএস/এএস