সুনামির পর এখনও বিচ্ছিন্ন টোঙ্গা
প্রশান্ত মহাসাগরের নিচে থাকা একটি আগ্নেয়গিরি জেগে উঠে সুনামি সৃষ্টি হয় মহাসাগরের দক্ষিণাংশে। সুনামির পর থেকে এখনও বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন রয়েছে টোঙ্গা।
মার্কিন সুনামি সতর্কতা সংস্থার রেকর্ড অনুযায়ী হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হা'পাই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সৃষ্ট ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৮। অগ্ন্যুৎপাতের পর সৃষ্ট সুনামিতে পুরো দ্বীপটির ফোন ও ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ক্ষয়ক্ষতি পর্যালোচনার জন্য সোমবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সেখানে পর্যবেক্ষণকারী বিমান পাঠিয়েছে। খবর আলজাজিরার। অস্ট্রেলিয়ার প্রশান্ত মহাসাগর বিষয়ক মন্ত্রী জেড সেসেলা জানিয়েছেন, 'সেখানে উল্লেখযোগ্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে টোঙ্গা বিমানবন্দর তুলনামূলকভাবে ভালো রয়েছে। সেখানে একজন ব্রিটিশ নারী নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
অস্ট্রেলিয়ায় টোঙ্গার মিশনের ডেপুটি প্রধান কার্টিস টুইহালানগিনগি জানিয়েছেন, পর্যবেক্ষণকারী বিমানগুলো সোমবার সন্ধ্যার মধ্যে ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে। টোঙ্গা সরকার ত্রাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।
কেএফ/