ভারতে এক দিনে ২ লাখ ৫৮ হাজার করোনা রোগী শনাক্ত
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ লাখ ৫৮ হাজারের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ৩৮৫ জন মারা গেছেন। এক দিন আগের তুলনায় বেড়েছে শনাক্তের হার। তবে কমেছে শনাক্তের সংখ্যা। সর্বশেষ আজ সোমবার (১৭ জানুয়ারি) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গতকাল রোববার ভারতে করোনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৬ দশমিক ২৮। আজ সেটা বেড়ে ১৯ দশমিক ৬৫ শতাংশে গিয়ে ঠেকেছে। ভারতে মোট ৩ কোটি ৭৩ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে, এর মধ্যে অমিক্রন ধরনে আক্রান্ত ৮ হাজার ২০৯ জন। দেশটির ২৯টি রাজ্যে অমিক্রন ধরন শনাক্ত হয়েছে।
ভারতে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর অন্যতম মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ হাজার ৩২৭ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন আরও ২৯ জন। রাজ্যটিতে এখন পর্যন্ত ৭২ লাখ ১১ হাজার ৮১০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত ১ লাখ ৪১ হাজার ৮০৮ জনের মৃত্যু দেখেছে
গতকাল দিল্লিতে ১৮ হাজার ২৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন আরও ২৮ জন, শনাক্তের হার ২৭ দশমিক ৮৭। এক দিন আগে দিল্লিতে শনাক্তের হার ছিল ৩০ দশমিক ৬৪। আইসিএমআরের সুপারিশের চেয়েও দিল্লিতে তিন গুণ বেশি করোনা পরীক্ষার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন।
কেএফ/