সোমবার, ১০ মার্চ ২০২৫ | ২৫ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

রেড হ্যান্ড ডেতে কানাডার প্রধানমন্ত্রীর বিশেষ ভাষণ

গত ১২ ফেব্রুয়ারি ছিল রেড হ্যান্ড ডে বা ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট দ্য ইউস অব চাইল্ড সোল্জার্স’ সোলডার্স দিবস। দিনটি উপলক্ষে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিষয়ে বিশেষ ভাষণ দেওয়া হয়েছে।

বিশ্বে বিভিন্ন অঞ্চলে যুদ্ধ অথবাসশস্ত্র কোনো সংগ্রামে নিয়োজিত শিশুদের সৈনিকরূপে জোরপূর্বক ব্যবহারের নির্মম চর্চা বন্ধে এই বিশেষ দিবস ২০০২ সাল হতে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র উদযাপিত হয়ে আসছে।

এই দিবস অনুসারে কানাডা বছরব্যাপী শিশুদের জোর পুর্বক সশস্ত্র সংগ্রাম নির্যাতন কর্মে নিয়োগ ও নির্যাতন প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করছে l

কানাডা এই দিবস উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন প্রদেশে কর্মসূচি গ্রহণ করেছে। কানাডায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার এই বিশেষ দিনের ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট দি ইউস অব চাইল্ড সোল্ডারের অথবা রেড হ্যান্ড ডে উপলক্ষে বিশেষ ভাষণ দেন।

তিনি জানান, শিশুদের কোনো অবস্থাতেই অস্ত্র বা হাতিয়ার হিসেবে যুদ্ধে বা কোনো সশস্ত্র সংঘাতে ব্যবহার বা জোরপূর্বক নিয়োগ করা উচিত নয়, আমাদের সবার দায়িত্ব হলো শিশুদের জন্য নিরাপদ ও সুরক্ষিত একটি সমাজ গঠন করা। কানাডা ও কানাডার সরকার এই বিশেষ দিবসে কোনো যুদ্ধে বা সশস্ত্র সংঘর্ষে শিশুদের ব্যবহার করার বিরুদ্ধে কঠোরভাবে প্রতিহত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।

সারা পৃথিবীতে বর্তমানে দুঃখজনকভাবে ৪৫০ মিলিয়ন শিশু যুদ্ধে বা সশস্ত্রভাবে সাংঘর্ষিক কোনো অঞ্চলে অবস্থান করছে। এই রকম সশস্ত্র বা সংঘাতময় অঞ্চলে অবস্থানগত কারণে শিশুদের অনেক সময় নির্মম সহিংসতার অভিজ্ঞতা ধারণ করতে অথবা তাদের বাধ্যতামূলকভাবে অংশ নিতে হচ্ছে।

এই রকম পরিবেশ শিশুদের স্বাভাবিক কোমল মনস্তত্ব বিকাশের পরিপন্থী আর জীবনব্যাপী তাদের ভয়াবহ নেতিবাচক প্রভাব রাখছে। কানাডা সারা বিশ্বের শিশু সৈনিক বা যুদ্ধভিত্তিক সহিংসতাতে শিশুদের নিয়োগের প্রতিবাদে কানাডা ২০১৭ সালের গৃহীত The Vancouver Principles on Peacekeeping and the Prevention of the Recruitment and Use of Child Soldiers’ উৎত্থাপন করে এর আদর্শে অগ্রসর হয় l

বিশ্বের ১০৬ রাষ্ট্র কর্তৃক সম্মতি ও অনুমোদিত এই অনুসারে কানাডা জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে যুদ্ধে ব্যবহৃত সশস্ত্র শিশুদের বিষয়টি প্রতিহত করার সিদ্বান্ত নেয় এবং সকল শান্তি মিশনে কর্তব্যরত সৈনিক, পুলিশরা নাগরিকরা যেকোনো সসস্ত্র আন্দোলনে নিয়োগকৃত শিশুদের প্রতিহত করা জন্য কঠোর সিদ্বান্ত নেয় l

কানাডা সরকার ডেলাযার সেন্টার অব এক্সিলেন্স ফর পিস বা প্রতিষ্ঠার মাধ্যমে তাদের সকল সৈনিক দের এই সশস্ত্র সংগ্রামে নিয়োগ করা শিশু সৈনিকদের প্রতিহত ও নির্মূল করার জন্য প্রাসঙ্গিকভাবে প্রস্তুত করছে ।

আমরা আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন রাষ্ট্র ও জাতির সঙ্গে শিশুদের জন্য নিরাপদ নির্যাতন মুক্ত পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে আগ্রহী।

এমএমএ/

Header Ad
Header Ad

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার রিয়াদের

ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবি’কে তিনি অনুরোধ করেছেন, কোন ফরম্যাটে কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখার জন্য। বিসিবি সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে, বিসিবি ২২ জনের নাম প্রস্তাব করে কেন্দ্রীয় চুক্তির খসড়া তালিকা তৈরি করেছিল। সর্বশেষ বিসিবি সভায় ওই কেন্দ্রীয় চুক্তি পাশ হওয়ার কথা ছিল, যেখানে ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ রিয়াদকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছিল। তবে তিনি নাম প্রত্যাহার করে নেওয়ায় বিসিবি কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করবে তার নাম ছাড়া। এর মানে হচ্ছে, রিয়াদের সাথে বিসিবির কেন্দ্রীয় চুক্তির শর্ত গত ফেব্রুয়ারিতে শেষ হয়ে গেছে এবং মার্চ থেকে তিনি কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটার থাকবেন না।

 

ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: সংগৃহীত

মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়াও মুশফিকুর রহিমের নাম ছিল প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তি তালিকায়। মুশফিক যেহেতু আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসর নিয়েছেন, তাই তাকে শুধুমাত্র টেস্ট ক্রিকেটার হিসেবে চুক্তিতে রাখা হবে। প্রস্তাবিত তালিকায় মুশফিক ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন, কিন্তু তাকে নামিয়ে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হতে পারে।

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিক ও মাহমুদউল্লাহ অংশ নিয়েছিলেন। মুশফিকের পারফরম্যান্স ছিল ভাল না, আর রিয়াদও এক ম্যাচ খেলে ব্যর্থ হয়েছিলেন। এই আসর থেকেই তাদের বিদায় নেওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। মুশফিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেও, রিয়াদ এখনও কোন ঘোষণা দেননি। তবে জানা গেছে, তিনি টেস্ট এবং টি-২০’র মতো ওয়ানডে ফরম্যাটও ছাড়তে চান, এবং বিসিবির পক্ষ থেকে এ ব্যাপারে সমর্থন রয়েছে।

Header Ad
Header Ad

আগামী ৮ বছর বিশ্বকে শাসন করতে প্রস্তুত ভারত: কোহলি

ট্রফি হাতে বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ব্যাট হাতে অভিজ্ঞ বিরাট কোহলি, রোহিত শর্মা এবং তরুণ শুভমন গিল, শ্রেয়াস আইয়াররা ভালো ক্রিকেট খেলেছেন। আবার বল হাতে মোহাম্মদ শামির সঙ্গে ভালো করেছেন বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেলরা।

বর্তমানে ভারতীয় দল বিশ্বের অন্যতম সেরা দল, এমনটা বলার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। ঘরের মাঠে কিংবা বিদেশে, ভারতীয় দলের দাপট অতুলনীয়। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে তরুণরা, যেমন শুভমন গিল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, অসাধারণ পারফরম্যান্স দিয়ে দলকে শক্তিশালী করেছে। বোলিং বিভাগে মোহাম্মদ শামি একদম ভরসাযোগ্য।

দুবাইয়ের কন্ডিশনে ভারতের পাঁচজন স্পিনার নিয়ে গড়া স্কোয়াড বেশ ভালো কাজ করেছে, যা তাদের জয় নিশ্চিত করেছে।

ভারতীয় দলের এমন ফর্ম এবং উত্থান দেখে বিরাট কোহলি বেশ আশাবাদী। ক্যারিয়ারের শেষভাগে থাকা এই তারকা মনে করেন, ভারতীয় দল আগামী ৮ বছর বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবে। ফাইনাল শেষে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি চাইব, যখন আমি চলে যাব, তখন দলকে শক্তিশালী অবস্থানে রেখে যেতে। আমাদের দল আগামী ৮ বছর বিশ্ব ক্রিকেটে রাজত্ব করার মতো সক্ষম।"

কোহলি বলেন, "এটা ছিল দারুণ। অস্ট্রেলিয়া সফরের কঠিন পর্ব শেষ করার পর আমরা চেয়েছিলাম ঘুরে দাঁড়াতে। আমরা বড় টুর্নামেন্ট জিততে চেয়েছিলাম এবং শেষ পর্যন্ত তা অর্জন করেছি। আমাদের ড্রেসিংরুমে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছেন, যারা ম্যাচের পরিস্থিতি বদলে দিতে সক্ষম। আমরা সিনিয়ররা তাদের সাহায্য করতে পেরে খুব খুশি। অভিজ্ঞতা বিনিময় করেই ভারতীয় দলকে এতটা শক্তিশালী বানানো সম্ভব হয়েছে।"

তিনি আরও যোগ করেন, "শিরোপার জন্য খেলতে চাইবেন সবাই, চাপের মধ্যে খেলতে এবং দায়িত্ব নিতে। এই টুর্নামেন্টে দলের প্রত্যেকে এক সময় দায়িত্ব নিয়ে খেলেছে এবং অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। আমরা এক দারুণ দলের অংশ ছিলাম। অনুশীলনে যেমন কাজ করেছি, ঠিক তেমনি মাঠে ফল পেলাম।"

Header Ad
Header Ad

এনআইডিতে ডাকনাম-একাধিক স্ত্রীর নাম যুক্তের নীতিগত সিদ্ধান্ত

ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)। সোমবার (১০ মার্চ) অনুবিভাগের মহাপরিচালক এ এম এম হুমায়ূন কবীর এ তথ্য নিশ্চিত করেন।

এনআইডিতে প্রচুর সংশোধনের আবেদন আসছে জানিয়ে হুমায়ূন কবীর বলেন, ‘এগুলোতে দেখা যাচ্ছে অনেক ব্যক্তি, তাদের ডাকনাম সেখানে পাচ্ছি না। এ জন্য এগুলোর সমাধানও করতে পারছি না।’

তিনি বলেন, ‘এ জন্য কাল আমরা এটা নিয়ে বসেছিলাম। তখন আমাদের আলোচনায় প্রাথমিক একটি চিন্তা এমন হয়েছে যে আমরা যদি, বাংলাদেশে যেহেতু প্রচুর মানুষ ডাকনাম আলাদাভাবে ব্যবহার করে, অফিশিয়াল নাম বা আসল নাম বলে। এ ক্ষেত্রে ২ নম্বর ফরমে যদি আমরা ডাকনামটা নিয়ে নিতে পারে তাহলে সম্ভবত আমাদের অনেক লোককে চিহ্নিত করতে সহযোগিতা করবে।’

এনআইডির মহাপরিচালক বলেন, ‘আর দ্বিতীয় বিষয় হচ্ছে, অনেক সময় দ্বিতীয় স্ত্রীরা এসে বলেন যে তাদের নাম ডেটাবেইসে অন্তর্ভুক্ত করতে। আমরা এই তো সুয়োমটো করতে পারি না। আমরা যদি দুই নম্বর ফরমে একাধিক স্ত্রী যদি কারো থাকে তার নামটা যদি আগেই সংরক্ষণ করে নিই তাহলে দেখা যাবে ভবিষ্যতে ওই সমস্যা আর থাকবে না। এ জন্য দুই নম্বর ফরমে এটা রাখা যায় কি না এটা নিয়ে আলোচনা করেছি।’

হুমায়ূন কবীর জানান, নির্বাচন কমিশন বা সরকারের ঊর্ধ্বতন মহল বিষয়টি অনুমোদন করার পর এটি বাস্তবায়ন করা হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার রিয়াদের
আগামী ৮ বছর বিশ্বকে শাসন করতে প্রস্তুত ভারত: কোহলি
এনআইডিতে ডাকনাম-একাধিক স্ত্রীর নাম যুক্তের নীতিগত সিদ্ধান্ত
হাতের ইশারায় পলকের সালাম, বললেন মুখ খুললেই বাড়ে মামলা
দলীয় নেতাকে খুনের অভিযোগে চুয়াডাঙ্গায় বিএনপির তিন নেতা বহিষ্কার
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ড. আনিসুজ্জামান চৌধুরী
কাফির বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেপ্তার
এবার ঈদের আগে বাজারে আসছে না নতুন নোট
ছাত্র আন্দোলনে গুলি করা আওয়ামী লীগ নেতার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
যে প্রক্রিয়ায় কোটি টাকা কেজিতে রপ্তানি হচ্ছে মাছ! (ভিডিও)
ওমরাহ পালন করে দলের ঐক্য দৃঢ় করল জাতীয় ফুটবল দল
হাসিনা ও পরিবারের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকার খোঁজ
জুলাই আন্দোলনে জড়িয়ে পড়া নিয়ে জাতিসংঘ থেকে বার্তা পায়নি সেনাবাহিনী: আইএসপিআর
আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দিতে পারবেন বাংলাদেশি প্রবাসীরা
“ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে”
ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর নতুন বান্ধবী নিয়ে দুবাইতে চাহাল! কে এই সুন্দরী?
পাচার করা টাকা ফেরাতে দ্রুত বিশেষ আইন করা হবে : প্রেস সচিব
বাবা হারালেন অভিনেত্রী রুনা খান
ধর্ষণের বিচার দাবিতে কুবি ছাত্রদলের মানববন্ধন
শেখ হাসিনা-রেহানা পরিবারসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট