কাজাখস্তানে বিক্ষোভে নিহত অন্তত ২২৫
কাজাখস্তানে সহিংস বিক্ষোভে এ পর্যন্ত ২২৫ জন নিহত হওয়ার খবর জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটিতে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া শান্তিপূর্ণ প্রতিবাদ ধীরে ধীরে সহিংস বিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভ দমাতে আইনশৃঙ্খলাবাহিনীর অভিযানে এ পর্যন্ত ২২৫ জন নিহত হয়েছেন। খবর আলজাজিরার।
রাষ্ট্রপক্ষের প্রতিনিধি সেরিক সালাবায়েভ শনিবার বলেন, দেশে জরুরি অবস্থা চলাকালে এ পর্যন্ত ২২৫ জনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৯ জন নিরাপত্তা বাহিনী ও সেনা বাহিনীর সদস্য। নিহতদের মধ্যে কিছু সশস্ত্র সন্ত্রাসীও ছিল বলেও জানান তিনি। কর্তৃপক্ষ এ সহিংসতার জন্য, আন্তর্জাতিক সন্ত্রাসীদের দায়ী করছে।
এর আগে সরকারের পক্ষ থেকে ৫০ জনের কম নিহত হওয়ার খবর স্বীকার করা হয়েছিল। এর মধ্যে ২৬ জন সশস্ত্র সন্ত্রাসী ও ১৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। যদিও গত সপ্তাহে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছিল, ১৬৪ জন নিহত হয়েছেন। কিন্তু পরে তা দ্রুত প্রত্যাহার করে নেওয়া হয়।
দেশটিতে কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অরগানিজেশনের (সিএসটিও) আওতায় মোতায়েন করা রাশিয়ার সেনা বৃহস্পতিবার থেকে প্রত্যাহার শুরু হয়েছে।
প্রসঙ্গত, গত ২ জানুয়ারি কাজাখস্তানের পশ্চিমাঞ্চলীয় মাঙগিসতাও প্রদেশে বিক্ষোভ শুরু হয়। শিগগির এই বিক্ষোভ পুরো কাজাখস্তানে ছড়িয়ে পড়ে।
বিক্ষোভের জেরে দেশটিতে ব্যাপকভাবে দমন অভিযান চালায় সরকার। কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ বিক্ষোভ দমনে কোনো প্রকার সতর্কীকরণ ছাড়া গুলি করার নির্দেশ দিয়েছিলেন।
কেএফ/