এখনও জিম্মিদশা যুক্তরাষ্ট্রের ইহুদি উপাসনালয়ে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কোলেভিলে অবস্থিত ইহুদি উপাসনালয়ে জিম্মি ব্যক্তিদের মুক্ত করতে সশস্ত্র এক ব্যক্তির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পুলিশ। খবর বিবিসির।
শনিবার গভীর রাতে এক জিম্মিকে মুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাকে কোন প্রকার আঘাত করা হয়নি বলেও জানিয়েছে পুলিশ। ওই সিনাগগের যাযকসহ চারজনকে জিম্মি করে রেখেছে ওই ব্যক্তি।
এ ঘটনায় স্থানীয় লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং এলাকাটি ঘিরে রেখেছে পুলিশে বিশেষ দল।
'বন্দি মুক্তির দাবিতে' ওই সশস্ত্র ব্যক্তি চারজনকে জিম্মি করেছেন বলে শোনা যাচ্ছে। আইন প্রয়োগকারী কর্মকর্তারা স্থানীয় মিডিয়াকে বলেছেন, জিম্মিকারীকে পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী আফিয়া সিদ্দিকীর মুক্তির দাবি করতে শোনা গেছে। আফিয়া সিদ্দিকী বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ৮৬ বছরের কারাদণ্ড ভোগ করছেন। আফগানিস্তানে হেফাজতে থাকা অবস্থায় মার্কিন সেনা কর্মকর্তাদের হত্যার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হন আফিয়া সিদ্দিকী।
টেক্সাসের কোলেভিল শহরে অবস্থিত ওই সিনাগগে সশস্ত্র এক ব্যক্তি অবস্থান নেওয়ার পর সেখান থেকে ঘটনাটি সরাসরি সম্প্রচার করছিল বিবিসি। পরে অবশ্য সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এর আগেই রাগান্বিত একজন ব্যক্তিকে বলতে শোনা যায় যে, তিনি কাউকে আঘাত করতে চান না।
এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি টুইটারে জানিয়েছেন, ইহুদিদের উপাসনালয়ে অবস্থান নিয়ে চারজনকে জিম্মি করার ঘটনাটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে।
কেএফ/