পাকিস্তানে ফিরছে পারভেজ মোশাররফের লাশ
পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি জেনারেল (অব.) পারভেজ মোশাররফের মরদেহ তার জন্মভূমিতে ফিরিয়ে আনা হবে আজ (৬ ফেব্রুয়ারি)। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল (৫ ফেব্রুয়ারি) সকালে ৭৯ বছর বয়সে সংযুক্ত আরব আমিরাতে মৃত্যু হয় তার। সেখানেই ৬ বছর ধরে অবস্থান করছিলেন তিনি।
পারভেজ মোশাররফের মৃত্যুতে পাকিস্তানের মুসলিম লিগের সব অংশ, রাজনীতিবিদ ও সশস্ত্র বাহিনীর সবাই শোক ও শ্রদ্ধা নিবেদন করেছেন।
দক্ষিণ এশিয়ার এই সামরিক বাহিনীর নিয়ন্ত্রিত দেশটিতে সেনানায়কের মরদেহ একটি জেট বিমানে আল মাখতুম বিমানবন্দর থেকে উড়ে আসবে। নামবে নূর খান বিমান ঘাঁটিতে। রানওয়ালপিন্ডি গ্যারিসন সিটিতে সেনাবাহিনীর কবরস্থানে দাফন করা হবে তাকে।
এর আগে তার পরিবার সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান দূতাবাসকে অনুরোধ করেছিল তার মরদেহটি পাকিস্তানে ফিরিয়ে আনতে। এরপর রাজধানীতে অবস্থিত দূতাবাসের রাষ্ট্রদূত নো অবজেকশন সার্টিফিকেট ইস্যু করেছে।
একটি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তাকে সেনাবাহিনীর প্রধান হিসেবে বরখাস্ত করলে তিনি ক্ষমতা দখল করেন।
এরপর তিনি নিজেকে পাকিস্তানের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন ও এরপর বিশ্বের পঞ্চম জনবহুল দেশটি শাসন করেন। ২০০৭ সালে নতুন পালামেন্ট তাকে অভিসংসিত করা ঠেকাতে গিয়ে তিনি ক্ষমতা ছেড়ে দেন। ২০০৭ সালে জরুরী অবস্থা জারির জন্য পাকিস্তানের একটি আদালত তার বিপক্ষে রাজদ্রোহের রায় প্রদান করে। পরে এই দীর্ঘকালের মামলার রায়টি আরেকটি আদালত বাতিল করে।
রাষ্ট্রীয় মামলাগুলোতে অভিযুক্ত পাকিস্তানের এই সাবেক শাসক চিকিৎসার প্রয়োজনে যাওয়ার অনুমতি লাভ করার পর থেকে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছিলেন।
ওএফএস/