দিল্লিতে আবারও শৈত্যপ্রবাহ, বিমানের শিডিউল বিপর্যয়
ঘন কুয়াশা ও অত্যন্ত কম দৃষ্টিসীমার কারণে ভারতের রাজধানী দিল্লিতে ছয়টি ফ্লাইট শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে। ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানন্দর থেকে এসব বিমান ছেড়ে যাওয়ার কথা ছিল বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
শুক্রবার (১৩ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, কুয়াশার কারণে দিল্লি-সান ফ্রান্সিসকো/কাঠমান্ডু, দিল্লি-চণ্ডিগড়-কুল্লু, দিল্লি-জয়পুর, দিল্লি-ধর্মশালা-চণ্ডিগড়, দিল্লি-শিমলা-ধর্মশালা ও দিল্লি-দেরাদুন ফ্লাইটের শিডিউল বিপর্যয়ের মুখে পড়ে।
পর পর তিনবার শৈত্যপ্রবাহের পর আবার শনিবার (১৪ জানুয়ারি) থেকে নতুন করে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দিল্লির সাফদারজংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। পালামে সকাল ৬টা ১০ মিনিটে সর্বনিম্ন দৃষ্টিসীমা ছিল ১০০ মিটার।
এ ছাড়া পাঞ্জাবের কিছু অংশ, রাজস্থানের উত্তর-পশ্চিমাঞ্চল, জম্মু বিভাগ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, বিহার ও ত্রিপুরা অতি ঘন কুয়াশায় ঢাকা পড়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, পাঞ্জাব থেকে বিহার, হরিয়ানা, দিল্লি ও উত্তর প্রদেশে কুয়াশার ঘনত্ব আরও বাড়বে।
রাজধানী দিল্লিসহ উত্তর ভারতের একাধিক রাজ্যে গত সাত দিন ধরে বিমান ও ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছে। তীব্র শীতই ছিল সেটার কারণ। সেই অবস্থা আবারও ফিরে আসতে চলেছে ১৪ জানুয়ারি থেকে।
সংবাদমাধ্যম বলছে, গত ২৩ বছরে এরকম লাগাতার শৈত্যপ্রবাহের দাপট দেখেনি রাজধানী দিল্লি। পর পর তিনবার শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে।
এসএন