'কাজের বিনিময়ে খাদ্য' কর্মসূচি আফগানিস্তানে
'কাজের বিনিময়ে খাদ্য' কর্মসূচি পরিচালনা করছে তালেবান সরকার। আফগানিস্তানে খাদ্য সংকট মোকাবেলায় দেশটির অন্তবর্তীকালীন সরকার এ উদ্যেগ নিয়েছে। এমনকি দেশজুড়ে এই কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ক্ষমতাসীনরা। বিবিসি'র এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
তালেবান ক্ষমতায় আসার পর দেশটিতে চরম অর্থনৈতিক ও মানবিক সংকট শুরু হয়েছে। দেশটির লাখো মানুষ খাবার সংকটে ভুগছে। চলতি শীত মৌসুমে এই সংকট আরও প্রকট হয়েছে। সংকটে পড়েছে আফগানিস্তানের অর্থনীতি।
ইতিহাসের ভয়াবহ খাদ্য সংকট এড়াতে তালেবান সরকার হাজারো আফগানকে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি আওতায় গম বিতরণ করছে। এসব গমের বেশিরভাগ ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল।
জাতিসংঘ সম্প্রতি তালেবানের পক্ষ থেকে ওই সংস্থাটিতে একজন প্রতিনিধি নিয়োগের আবেদন প্রত্যাখ্যান করেছে। তবে আফগানিস্তানের বৈশ্বিক স্বীকৃতি আদায়ে তালেবান সরকারকে সহযোগিতা করছে পাকিস্তান। তবে পরাশক্তিগুলোর সমর্থন পাচ্ছে তারা।
উল্লেখ, ২০ বছর পর গত ১৫ আগস্ট আফগানিস্তান দখলে নেয় তালেবান। এরপর সেপ্টেম্বর মাসের শুরুতে তালেবান অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম মন্ত্রিসভার ঘোষণা দেয়। অবশ্য সরকার গঠন করলেও বিশ্বের কোনো দেশই এখনও পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।
কেএফ/