দক্ষিণ আফ্রিকার বন্যায় নিহত ১০
দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলে বন্যায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর ইস্ট লন্ডনে গত এক সপ্তাহের বন্যায় এসব প্রাণহানি ঘটেছে। ঘরবাড়ি হারিয়েছেন শত শত মানুষ বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
উপকূলীয় অঞ্চলগুলোতে বেশিরভাগ নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে বইছে। তলিয়ে গেছে রাস্তাঘাট। ব্যাহত হচ্ছে যান চলাচল। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ডান্টসেন টাউন এলাকাটি। এমন বন্যা পরিস্থিতির জন্য জলবায়ুর ক্ষতিকর প্রভাবকে দায়ী করছেন পরিবেশবিদরা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবেই দেশটির পূর্বাঞ্চল ঘন ঘন এমন ভয়াবহ বন্যার সম্মুখীন হচ্ছে।
তারা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আফ্রিকার দেশগুলো সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির ঝুঁকিতে রয়েছে। বন্যা কিংবা অতি খরার কবলে পড়ছে প্রতি বছর। ধ্বংস হচ্ছে বিস্তীর্ণ ফসলী জমি। ফলে দেখা দিচ্ছে তীব্র খাদ্য সংকট।
এদিকে, দেশটির আবহাওয়া ২০১৯ সালে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বেশ কয়েকটি পদক্ষেপ নেয়। এ পদক্ষেপের মধ্যে রয়েছে আবহাওয়ার বিপর্যয়ে খবর দ্রুত পৌঁছানো ও সে অনুযায়ী সিন্ধান্ত নেওয়া। মানুষের জীবন রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধার ও সহায়তা প্রদান।
কেএফ/