‘গণতন্ত্রের মাতা’ সিরিজ বক্তৃতার আয়োজন ভারতীয় ইউজিসির
ভারতের গণতন্ত্রের ঐতিহ্য উদযাপন করতে ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউনিভাসিটি গ্র্যান্টস কমিশন-ইউজিসি)’ ‘দ্য ইন্ডিয়ান কাউন্সিল অব হিসটোরিকাল রিসার্চ (আইসিআরএস)’র সহযোগিতায় পরিকল্পিত বিশেষ বক্তৃতামালার আয়োজন করছে।
সিরিজ বক্তৃতা শুরু হয়েছে ১৫ নভেম্বর থেকে। টানা ১৫ দিনের আয়োজন সমাপ্ত হবে ৩০ নভেম্বর।
‘ইউজিসির মাধ্যমে নির্বাচিত মোট ৪৫টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও ৪৫টি সমমানের বিশ্ববিদ্যালয়ে একযোগে সারা দেশ জুড়ে ‘ইন্ডিয়া: দ্য মাদার অব ডেমোক্রেসি’ বা ‘ভারত: গণতন্ত্রের মাতা’ শিরোনামের বিষয়ভিত্তিক বক্তৃতাগুলো হচ্ছে’-তথ্যগুলো জানিয়েছেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম. জগদেশ কুমার।
তিনি আরও জানিয়েছেন, ‘আমাদের দেশে বিস্তৃত এই উচ্চতর শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে আরো বলা হয়েছে, ২৬ নভেম্বর ভারতের সংবিধান দিবসের সঙ্গে সংযোগ রেখে বক্তৃতার আয়োজন করতে হবে।’
ইউজিসি চেয়ারম্যান বলেছেন, ‘ইন্ডিয়া: দ্য মাদার অব ডেমোক্রেসি’ ছাড়াও আরও ১৫টি উপ-থিম নিধারণ করা হয়েছে।’
‘আমরা যেহেতু আমাদের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছি, ফলে এই বক্তৃতাগুলো আমাদের ছাত্র, ছাত্রী-তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধগুলো জানতে ও বুঝতে এবং ভারতবাসীর গণতান্ত্রিক চর্চার ফলাফলগুলো উপলদ্ধি করতে খুব সাহায্য করবে। আমাদের গণতন্ত্রকে তাদের মাধ্যমে আরও আধুনিক এবং শক্তিশালী করতে সাহায্য করবে।’
ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম. জগদেশ কুমার ভারতের প্রতিটি রাজ্যের গভর্নরকে আলাদাভাবে চিঠি লিখেছেন। তাতে তিনি উল্লেখ করেছেন, তারা যেন তাদের রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়কে নির্ধারিত বিষয়ের ওপর বক্তৃতাগুলোর অয়োজন করতে উৎসাহিত ও পরামর্শ প্রদান করেন।
‘ভারত একটি দেশ যেখানে নানা ধর্ম, বর্ণ, ভাষা ও সংস্কৃতির মানুষ বসবাস করেন। একটি সাধারণ বৈশিষ্ট্য আছে প্রতিটি ভারতীয়কে একত্র করার, তা হলো আমাদের ও দেশের গণতান্ত্রিক মূল্যবোধ। দেশের স্বাধীনতার ৭৫ বছরে আমাদের গণতন্ত্র আরো সামনে এগিয়ে চলেছে। তার শক্তি হলো অন্তর্ভুক্তি ও বহুমুখীতা। কেবল বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশই নয়, ভারতই গণতন্ত্রের মা’-তিনি তার চিঠিতে উল্লেখ করেছেন।
তিনি আরও জানিয়েছেন, ‘ইউজিসি মনে করে, ভারতের প্রতিটি বিশ্ববিদ্যালয়কে ‘ইন্ডিয়া: দ্য মাদার অব ডেমোক্রেসি’ নামে বিশেষ বক্তৃতার আয়োজন করা উচিত সংবিধান দিবসে।’
অধ্যাপক ড. এম. জগদেশ কুমার রাজ্য গভনর্রদেরকে লেখা তার চিঠিতে আরো জানিয়েছেন, ‘এই নিদিষ্ট থিমের বক্তৃতাটির কনসেপ্ট লেটার বা ধারণাটি তৈরি করেছে ‘দ্য ইন্ডিয়ান কাউন্সিল অব হিসটোরিকাল রিসার্চ (আইসিআরএস)।’
তিনি আরও বলেছন, ‘প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভারতের গণতন্ত্রকে উদযাপন করা উচিত।’
ওএফএস/