রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়ল পোল্যান্ডে, নিহত ২
রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিবেশী পোল্যান্ডে আঘাত হেনেছে। এতে দু’জনের মৃত্যু হয়েছে। যদিও এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
মঙ্গলবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৩টা ৪০ মিনিটে ইউক্রেন সীমান্ত থেকে পূর্ব দিকে প্রায় ছয় কিলোমিটার দূরে পোল্যান্ডের প্রজেওডো গ্রামে আঘাত হানে রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্রটি বলে জানিয়েছে পোলিশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে এ ঘটনার পরপরই জরুরি বৈঠক ডেকেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ন্যাটো সদস্য পোল্যান্ডে সত্যিই রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়তে পারে।
স্থানীয় এক বাসিন্দা বলেছেন, নিহত ওই দুই ব্যক্তি একটি শস্যকেন্দ্রের কাছে ছিলেন।
যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্ররা বলছে, তারা ঘটনাটির তদন্ত করছে। রুশ ক্ষেপণাস্ত্র যে পোল্যান্ডের গ্রামে আঘাত হেনেছে সে বিষয়ে তারা এখনো নিশ্চিত হতে পারেনি।
দুই ইউরোপীয় কূটনীতিক বলেছেন, রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পর ন্যাটো মিত্রদের মধ্যে পরামর্শের জন্য আর্টিকেল ৪-এর অধীনে জরুরি বৈঠক ডেকেছে পোল্যান্ড।
পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি বলেছেন, এরই মধ্যে বেশ কিছু সামরিক ইউনিটের প্রস্তুতি বাড়ানো হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বের প্রভাবশালী কয়েকটি দেশের নেতা বর্তমানে জি-২০ সম্মেলন উপলক্ষে ইন্দোনেশিয়ায় রয়েছেন। হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, পূর্ব পোল্যান্ডে বিস্ফোরণে প্রাণহানির পর বিশ্বনেতাদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন বাইডেন। তিনি পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে ফোনে কথাও বলেছেন এবং পোল্যান্ডকে সবধরনের সহযোগিতা দিতে ন্যাটের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন।
আরএ/