ভারতে স্কুটার শো-রুম থেকে রেস্তোরাঁয় আগুন, নিহত ৮
ভারতে বৈদ্যুতিক স্কুটারের শো-রুমে আগুন লাগার পর তা একটি রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
সোমবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত ১০টার দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলঙ্গানার রাজধানী হায়দরাবাদের সেকেন্দ্রাবাদে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
এনডিটিভি স্থানীয় বাসিন্দাদের বরাতে বলছে, সোমবার রাত ১০টার দিকে হায়দরাবাদ শহরের সেকেন্দ্রাবাদের ইলেকট্রিক স্কুটারের ওই শো-রুমে আগুন লাগে। পরে এই আগুন পাশের রেস্তোরাঁ ও ভবনে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আট জনের মৃ্ত্যুর পাশাপাশি বেশ কয়েকজনের আহত হয়েছেন। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে দমকল কর্মীরা।
কর্মকর্তারা জানিয়েছেন, ভবনের নিচতলায় বৈদ্যুতিক স্কুটারের শো-রুমে আগুন লাগে। পরে দ্রুত সেই আগুন প্রথম ও দ্বিতীয় তলায় রুবি হোটেলে ছড়িয়ে পড়ে। সে সময় ওই হোটেলে কমপক্ষে ২৫ জন অতিথি অবস্থান করছিলেন। ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে বেশিরভাগ লোক মারা গেছেন বলে মনে হচ্ছে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে জানা গেছে ওই বাড়ির নিচে থাকা ইলেকট্রিক স্কুটারের শো-রুমে বেশ কিছু স্কুটার চার্জ দেওয়া হচ্ছিল। পুলিশের ধারণা, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের সময় ২৪ জন সেখানে আটকা পড়েছিলেন। বাকিদের উদ্ধার করা হয়েছে।
দমকল কর্মীরা মই ও অন্যান্য যন্ত্রাংশ ব্যবহার করে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে অংশ নেন বলেও এনডিটিভি জানায়।
এ ছাড়া সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে আগুন থেকে বাঁচতে অনেককে ওই বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ঝাঁপ দিতেও দেখা গেছে।
তেলঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মেহমুদ আলি জানিয়েছেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, দমকলকর্মীরা তাদের সাধ্যমতো চেষ্টা করে উদ্ধারকাজ শুরু করেছিলেন। কিন্তু ধোঁয়ার কারণে বেশ কয়েকজন শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, আমরা তদন্ত করে দেখছি।
আরএ/