দক্ষিণ কোরিয়ায় টাইফুনে নিহত ৭
দক্ষিণ কোরিয়ায় টাইফুন হিন্নামনরের কারণে সৃষ্ট বন্যায় সাতজন মারা গেছেন। একটি ভবনের আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিংয়ের স্থানে আটকে পড়ে তাদের মৃত্যু হয় বলে বুধবার (৭ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, তারা ভবনের নিচের পার্কিং থেকে গাড়ি বের করতে সেখানে প্রবেশ করেছিলেন। কিন্তু প্রবল বেগে আসা বন্যায় সেখানে আটকে পড়ে মারা যান।
উদ্ধারকারীরা জানান, পোহাং শহরের ওই ভবনের পার্কিংয়ের স্থান থেকে দুইজনকে তারা উদ্ধার করেছেন। ১২ ঘণ্টার বেশি সময় তারা সিলিংয়ের পাইপ ধরে বেঁচে ছিলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয, চলতি বছর দক্ষিণ কোরিয়ায় আঘাত করা ঘূর্ণিঝড়ের মধ্যে হিন্নামনর সবচেয়ে শক্তিশালী। এই সপ্তাহের প্রথম দিকেই এটি দেশটিতে আঘাত করে।
সম্পূর্ণ ডুবে যাওয়া গ্যারেজে উদ্ধারকারীদের ঘোলা পানির মধ্যে দিয়ে কয়েক মিটার নিচে নামতে হয়েছিল।
দেশটির প্রেসিডেন্ট উন সুক ইল বলেছেন, সাম্প্রতিক এই টাউফুনে পোহাং শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে এই বন্যাকে প্রাকৃতিক দুর্যোগ বলে ঘোষণা করেছেন।
তিনি বলেন, ওই ভবনের বাসিন্দারা তাদের গাড়িগুলো উদ্ধার করতে গিয়েছিলেন। কিন্তু তারা এই প্রাকৃতিক দুর্যোগের শিকার হলেন। আমি প্রেসিডেন্ট হিসেবে ঘুমাতে পারি না।
এসএন