ভিনগ্রহের প্রাণী খুঁজতে ধর্মশাস্ত্রজ্ঞদের সাহায্য নেবে নাসা
পৃথিবীর মানুষদের দীর্ঘদিন ধরেই পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব ঘিরে উৎসাহ প্রবল। মানুষ সবসময়েই এলিয়েনদের বিষয়ে জানতে চায়। এবার এই যুগ যুগ ধরে চলা রহস্য সমাধান করতে নতুন এক মিশন চালু করছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা ৷ তবে নাসার এই এলিয়েন ডিসকভারি মিশনের জন্য এক আজব কাজ করছে সংস্থাটি ৷ ভিনগ্রহের প্রাণী খুঁজতে তারা ধর্মযাজকদের নিয়োগ করবে।
নাসা জানতে চায় এলিয়েনদের নিয়ে বিভিন্ন ধর্মে কি কি বিচার রয়েছে। বলা হচ্ছে এই দলে আলাদা আলাদা ধর্মের পূজারিরা থাকবে।
২৪ ধর্ম শাস্ত্রজ্ঞদের নিয়ে হবে দল
নাসা ২৪ জন বিভিন্ন ধর্মের বিশেষজ্ঞদের নিয়ে নিজেদের ‘এলিয়েন হান্টিং মিশন’ শুরু করবে। ইংরাজির বিখ্যাত ডিকশনারি কলিন্সের মতে ধর্মশাস্ত্রী বা পুরোহিত হন তারা, যারা ভগবান, ধর্ম এবং ধার্মিক মান্যতা নিয়ে পড়াশুনো করেন। এই দলে ব্রিটেনের বিখ্যাত পাদ্রী ডক্টর অ্যান্ড্রু ডেভিসনকে রাখা হয়েছে। যিনি বায়োকেমিস্ট্রিতেও ডক্টরেট। ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ি ইউরোপিয়ান স্পেস এজেন্সি রোজিল্যান্ড ফ্র্যাঙ্কলিন রোভার সামনের বছর শুক্র গ্রহে এই বিষয়ে ড্রিলিং করবে। যাতে জীবাশ্ম খোঁজ করা হবে।
এখনও প্রচুর রহস্য উদ্ঘাটন বাকি আছে
রেব ডো ডেভিসনের বই , অ্যাস্ট্রোবায়োজি অ্যান্ড ক্রিশ্চিয়ান ডোক্ট্রিনে প্রশ্ন তোলা হয়েছিল কি সত্যিই কি ভগবান ব্রহ্মাণ্ডে কোথাও আর জীবন তৈরি করতে পারেন? এই বিষয়েও চর্চা করা হয়েছিল যে আকাশগঙ্গা বা মিল্কিওয়েতে ১০০ আরবের বেশি তারা আছে আর ব্রহ্মাণ্ডে এরকম শত শত মিল্কিওয়ে আছে। তাই শুধু পৃথিবীর বাইরে আর কোথাও কেন প্রাণ থাকবে না? এই বিষয়গুলিকে নিয়ে নাসা এবার কঠিন গবেষণা করতে চায়।