বিমানের টয়লেটে সেলফ আইসোলোশনে নারী যাত্রী
মাঝ আকাশে করোনা শনাক্ত হওয়ার পর উড়োজাহাজের টয়লেটে স্বেচ্ছায় ৫ ঘন্টা কাটান এক নারী যাত্রী। এ সময় তাকে খাবার এবং পানীয় সরবরাহ করেন ওই ফ্লাইটের এক অ্যাটেনডেন্ট। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওই নারী যাত্রীর নাম মারিসা ফোটিও। পেশায় যুক্তরাষ্ট্রের একজন স্কুলশিক্ষক। তিনি বলেন, ২০ ডিসেম্বর শিকাগো থেকে আইসল্যান্ডের রেকজাভিকগামী ফ্লাইটে ভ্রমণ করছিলেন। এ সময় গলা ব্যাথা অনুভব করেছিলেন। পরে তার সঙ্গে থাকা কিট দিয়ে পরীক্ষা করে নিশ্চিত হন, তিনি করোনায় সংক্রমিত হয়েছেন।
বিবিসির খবরে আরো বলা হয়, সংক্রমণের পর বাকি পাঁচ ঘন্টা উড়োজাহাজের টয়লেটে স্বেচ্ছায় সঙ্গনিরোধে ছিলেন মারিসা। এ সময় নারী অ্যাটেনডেন্ট তাকে খাবার এবং পানীয় সরবরাহ করেন।
ফ্লাইটে চড়ার আগে তার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল কিনা তা জানা যায়নি।
এনবিসি নিউজকে স্কুলশিক্ষক মারিসা বলেছেন, ‘এটি তার ভয়াবহ অভিজ্ঞতা ছিল। কারণ ফ্লাইটে ১৫০ জন যাত্রী ছিল।’
তিনি আরও বলেন, আমার সবচেয়ে বড় ভয় ছিল অন্য যাত্রীর মধ্যে ভাইরাসটা না ছড়িয়ে পড়ে।
এদিকে টয়লেট থেকে টিকটকে একটি ভিডিও পোস্ট করেন মারিসা। ভিডিওটি ৪০ লাখের বেশি বার দেখেছে সোশ্যাল সাইট ব্যবহারকারীরা।
সাত দিনের করোনা পরিস্থিতির আলোকে ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ট্র্যাকার জানায়, প্রতিদিন গড়ে দেশটিতে ২ লাখ ৭৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, যা মহামারি শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ। তবে মৃত্যুর হার এবং হাসপাতালে ভর্তির হার তুলনামূলকভাবে স্থিতিশীল।
এসআইএইচ