লাদেনের ডান হাত ছিলেন জাওয়াহিরি
ওসামা বিন লাদেনের সঙ্গে জাওয়াহিরি
আফগানিস্তানের কাবুলে মার্কিন গোয়েন্দা সংস্থার (সিআইএ) ড্রোন হামলায় জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরি নিহত হয়েছেন। রবিবার (৩১ জুলাই) সিআইএ পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযানে তার মৃত্যু হয়েছে।
শল্যচিকিৎসক আল-জাওয়াহিরি ছিলেন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ডান হাত। আল-কায়েদার মূল চিন্তাবিদ বলেও গণ্য করা হতো জাওয়াহিরিকে।
লাদেনের সঙ্গে তিনি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে যে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয় তার মূল পরিকল্পনাকারী জাওয়াহিরি বলে অনেকে মনে করেন।
এছাড়া মিশরের ইসলামি জিহাদ নামক জঙ্গি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন আল-জাওয়াহিরি ।
ওসামা বিন লাদেন ২০১১ সালের মে মাসে পাকিস্থানে মার্কিন বাহিনীর হাতে নিহত হওয়ার পর আল-জাওয়াহিরি আল-কায়েদার নেতৃত্ব গ্রহণ করেন।
স্থানীয় সময় সোমবার (১ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে জাওয়াহিরির মৃত্যুর খবর নিশ্চিত করেন।
বাইডেন বলেন, জাওয়াহিরি মার্কিন নাগরিকদের উপর হত্যাকাণ্ড ও সহিংসতা চালিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ২০০১ সালের সন্ত্রাসী হামলা ছাড়াও জাওয়াহিরি অন্যান্য সহিংসতার পরিকল্পনাও করেছিলেন। এর মধ্যে ২০০০ সালের অক্টোবরে এডেনে ইউএসএস কোল নেভাল ডেস্ট্রয়ারের আত্মঘাতী বোমা হামলার ঘটনাও রয়েছে। ওই হামলায় ১৭ মার্কিন নাবিক নিহত হয়েছিলেন।
জাওয়াহিরি মার্কিন যুক্তরাষ্ট্রের ‘মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের’ তালিকায় ছিলেন। তাকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্র ২ কোটি ৫০ লাখ ডলারের পুরস্কারও ঘোষণা করে।
আরএ/