ইউক্রেন-রাশিয়া উদ্বেগ প্রশমনে মস্কোর শর্ত
পূর্ব ইউরোপের দেশগুলোতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের কার্যক্রম সংকুচিত করতে এবং ইউক্রেনে ন্যাটো বাহিনীর যোগদানের কোন পরিকল্পনা থাকলে সেটা বাতিলের দাবি জানিয়েছে রাশিয়া। রাশিয়া-ইউক্রেন নিয়ে বিরাজমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে রাশিয়ার পক্ষ থেকে এ দাবি জানানো হলো।
রাশিয়ার এ দাবি পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে মেনে নেওয়ার কোন সম্ভবনা নেই। আমেরিকা ও তাদের মিত্ররা রাশিয়ার সম্ভাব্য আগ্রাসনের বিষয়ে বারবার সতর্ক করেছে।
তবে হামলার পরিকল্পনা অস্বীকার করে আসছে রাশিয়া। রাশিয়া চায় উত্তেজনা প্রশমনে ন্যাটো এবং তার জোট ইউক্রেনে যোগ না দিক। সেইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জরুরী বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট জানিয়েছে তারা যে কোন সময় আলোচনার জন্য প্রস্তুত। তবে আলোচনার টেবিলে মার্কিন যুক্তরাষ্ট্র তার উদ্বেগের বিষয়গুলোও তুলে ধরবে।
আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেন,'আমরা গত ২০ বছর ধরে ইউরোপের নিরাপত্তা ইস্যুতে আলোচনা করে আসছি। আলোচনায় কখনও অগ্রগতি হয়েছে, কখনও পিছিয়েছে তবে আমরা সব সময়ই আলোচনা করতে প্রস্তুত।'
অন্যদিকে, শুক্রবার হোয়াইট হাউস মুখপাত্র জেন পাস্কি সাংবাদিকদের জানিয়েছেন,মার্কিন যুক্তরাষ্ট্র একা আলোচনার টেবিলে যাবে না। তিনি আরও বলেন,'ইউরোপীয় মিত্র এবং অংশীদারদের বাদ দিয়ে ইউরোপের নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনায় বসবে না আমেরিকা।'
কেএফ/