কংগ্রেসের ১২ এমএলএ'র তৃণমূলে যোগদান
ছবি : সংগৃহীত
ভারতের মেঘালয় রাজ্যে কংগ্রেসের ১৭ জন বিধান সভা সদস্যের (এমএলএ) মধ্যে ১২ জনই যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে।
বুধবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে দল বদলের কথা জানিয়ে বিধান সভার স্পিকার মেতবাহ লিংদুর কাছে চিঠি দিয়েছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মুকুল সাংমাসহ ১১ জন এমএলএ। দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে তারা দলে যোগ দেন বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।
এতে করে রাজ্যে প্রধান বিরোধী দলে পরিণত হয়েছে তুণমূল কংগ্রেস। কংগ্রেস নেতা কির্তি আজাদ ও অশোক তানওয়ার, জনতা দলের পবন ভার্মা তৃণমূল কংগ্রেস যোগ দেওয়ার একদিন পরই এই ১২ জন যোগ দিলেন। এদিকে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকালে মেঘালয়ের রাজধানী শিলংয়ে সংবাদ সম্মেলন করবেন তৃণমূলে যোগদানকারী এমএলএ-রা।
এর কয়েক ঘণ্টা আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন,অন্য দল থেকে কেউ তৃণমূল কংগ্রেসে যোগ দিতে এলে তাকে স্বাগত জানাবেন।
গত কয়েক মাস ধরে মেঘালয় রাজ্যে তৃণমূল কংগ্রেস নিজেদের দল সম্প্রসারণের কাজ করছে। আসাম, গোয়া, উত্তর প্রদেশ, বিহার ও হরিয়ানায়ও নিজেদের দলে লোক টেনে দলের বিস্তার ঘটাচ্ছে তৃণমূল কংগ্রেস।
কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধির সঙ্গে মমতা ব্যানার্জির সুসম্পর্ক থাকলেও, এবার তার সঙ্গে সাক্ষাৎ করেননি মমতা। যদিও দুজনের একটি বৈঠক নির্ধারিত বলে গুঞ্জন ছিল। সংবাদকর্মীরা এ বিষয়ে প্রশ্ন করলে তৃণমূল কংগ্রেস নেতা মমতা ব্যানার্জি ক্ষুব্ধ হয়ে বলেন, 'পাঞ্জাবের নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় তিনি সোনিয়া গান্ধির সঙ্গে সাক্ষাতের জন্য কোনো সময় চাননি। তিন আরও বলেন, ‘কেন প্রতিবারই সোনিয়ার সঙ্গে দেখা করতে হবে? এটার কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই।’
পরবর্তী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরা ও গোয়ায় দলের সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। এর আগে ত্রিপুরায় লোকসভা নির্বাচনে ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘর্ষ হয়। এদিকে গোয়ায় সাবেক মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরোর ওপর নির্ভর করছে দলটি।
মঙ্গলবার মমতার দল তিনটি কৌশল নিয়েছে, যাতে হরিয়ানা ও বিহার তার হাতের মধ্যে থাকে।
এসএন/এমএমএ